আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে সমর্থন দিয়ে ফিলিস্তিনে চলা আগ্রাসনের পক্ষেই অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় নির্বিচারে হামলা চালানোর জন্য ইসরাইলকে সামরিক সহায়তাও দিচ্ছে মানবাধিকারের সবক দেয়া দেশটি। তবে আসন্ন নির্বাচনের আগে এমন অবস্থান নেয়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরব ও মুসলিম আমেরিকানদের সমর্থন হারাতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্রের ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের নির্বাহী পরিচালক বাসিম এলকারা’র উদ্ধৃতি দিয়ে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ক্যালিফোর্নিয়ায় বাস করা বাসিম বিবিসিকে বলেছেন, ‘গত রাত (মঙ্গলবার, ২৪ অক্টোবর) ছিল সবচেয়ে ভয়াবহ। আমি আমার এক আত্মীয়কে (ফিলিস্তিনে) ফোন করে শুনতে পাই তার বোনের ছেলেকে হত্যা করা হয়েছে – তার একমাত্র ছেলে। আমি আমার পরিবারের অনেক সদস্যকে হারিয়েছি।’
‘আমি ক্যালিফোর্নিয়ায় আমার বন্ধুদের কাছ থেকে মেসেজ পেয়েছি। তাদের প্রত্যেকের পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হত্যা করা হয়েছে,’ যোগ করেন বাসিম।
ইসরাইলের প্রতি প্রেসিডেন্ট বাইডেনের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, আমার দেয়া ট্যাক্সে ইসরাইলকে গাজায় ব্যবহৃত অস্ত্রের জন্য অর্থ দিচ্ছে মার্কিন সরকার। এজন্য আমি প্রচণ্ড অপরাধবোধে ভুগছি।
প্রায় ১০ বছর ধরে ক্যালিফোর্নিয়া ডেমোক্র্যাটিক পার্টির অ্যাফারমেটিভ অ্যাকশন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাসিম এলকারা। তার মতে, ২০২৪ সালের নির্বাচনের আগে গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন অবস্থান বড় টার্নিং পয়েন্ট।
তিনি বলেছেন, আমার জানা মতে, এমন কোনো মুসলিম বা আরব ডেমোক্র্যাটিক নেতা নেই যিনি ইসরাইলের প্রতি বাইডেনের দ্ব্যর্থহীন সমর্থনকে ইতিবাচকভাবে দেখছেন।
সংশ্লিষ্টরা বলছেন, এই মুসলিম বা আরব ডেমোক্র্যাটিক নেতারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে চান না। এজন্য তারা ডেমোক্র্যাটিক পার্টির মধ্যেই বিকল্প নেতৃত্ব খুঁজছেন। কারণ তাদের মতে, ‘বড় সংকটে পুরো বিশ্বকে প্রভাবিত করে এমন কোনো নেতৃত্ব দেখাতে পারেননি বাইডেন।’
গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ বা যুদ্ধ বিরতির পদক্ষেপ না নিলে, দ্রুতই জো বাইডেন আরও সমর্থন হারাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের নির্বাহী পরিচালক বাসিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।