বিনোদন ডেস্ক : দেশের অন্যতম অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)-এর চতুর্থ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ মে সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ।
২০২৪-এর ঈদুল ফিতর থেকে ২০২৫-এর ঈদুল ফিতর পর্যন্ত দেশের সিনেমা, নাটক, ওটিটি কনটেন্ট, গান, নাচ ও কনটেন্ট ক্রিয়েশনের ওপর এই স্বীকৃতি দেওয়া হচ্ছে। এবার বাইফা আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের নৃত্য জগতের শ্রেষ্ঠ দুই তারকা শামীম আরা নিপা ও শিবলী মোহাম্মদ।
শিবলী মোহাম্মদ দেশের বাইরে থাকলেও তিনি এই পুরস্কারপ্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ভিডিও বার্তা দিয়েছেন, যা অনুষ্ঠানে দেখানো হবে।
এদিকে ঢাকায় থাকা শামীম আরা নিপাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সুখবরটি আগাম পৌঁছে দেন বাইফা চতুর্থ সিজনের পরিচালক পর্ষদের দুই সদস্য জনপ্রিয় মডেল অন্তু করিম ও সাংবাদিক আল মাসিদ (রণ)।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিপা বলেন, ‘আজীবন সম্মাননা তারাই পান, যারা পুরোটা জীবন তার কর্মে একনিষ্ঠ থাকেন ও দেশের জন্য কিছু করেছেন। আমাকে সেই সম্মাননা প্রদান করায় নিজের কর্মজীবনের সার্থকতা অনুভব করছি। আমি গভীরভাবে সম্মান বোধ করছি।’
শামীম আরা নিপা বাংলাদেশের নৃত্য জগতের অন্যতম নাম। ধ্রুপদি, লোক ও সৃজনশীল নৃত্যের প্রতিটি ধারায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষ শিল্পী হিসেবে। অন্যদিকে শিবলী মোহাম্মদ বাংলাদেশের আরেক খ্যাতিমান নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক।
তিনি ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত নৃত্যগুরু পণ্ডিত বিরজু মহারাজের শিষ্য এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে দক্ষতার সঙ্গে কত্থক নৃত্যের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তার হাত ধরেই দেশে কত্থক নৃত্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
নৃত্যশিল্পে এই দুই মহাতারকার অসামান্য অবদানের স্বীকৃতস্বরূপ ৪র্থ বাইফা ২০২৫-এ আজীবন সম্মাননায় ভূষিত করতে পেরে গর্বিত বাইফা সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, নতুন ধরা প্রেজেন্টস ‘ইটিভি-৪র্থ বাইফা’ পাওয়ার্ড বাই কিডলন শোতে বিভিন্ন চমকপ্রদ পারফরম্যান্স নিয়ে হাজির হবেন শাহরিয়ার নাজিম জয়, রুনা খান, দিলশাদ নাহার কণা, ইমরান মাহমুদুল, সিঁথি সাহা, তানজিন তিশা, পূজা চেরী, প্রার্থনা ফারদিন দিঘী ও বারিষা হক।
এবারের আসরে বিচারকের দায়িত্বে আছেন রেনু রোজিনা, ফেরদৌস আরা, আজিজুল হাকিম, জিনাত হাকিম, মুনমুন আহমেদ, দীপংকর দীপন, দীপা খন্দকার ও মাসিদ রণ।
নিজস্ব ওয়েবসাইটে যথাযথ দর্শক ভোট ও বিজ্ঞ জুরি বোর্ডের রায়ে পপুলার ও জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হবে এবারের আসরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।