জুমবাংলা ডেস্ক : বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমআর নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সরকার।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এবারের দুর্গাপূজায়ও ৩ হাজার টন ইলিশ পাচ্ছে ভারত
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ জুমআর নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও ক্ষতিসাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।