বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: একেই বাজারে অগ্নি মূল্য দাম সেখানে সংসার খরচ সামলাতেই হিমশিম খান মধ্যবিত্ত পরিবার। তার মাঝে যদি গাড়ি তেলের খরচ পকেট ছাড়িয়ে যাই তার থেকে দুর্ভোগের কিছু নেই। কিন্তু মধ্যবিত্তদের স্বস্তি দিতে ইতিমধ্যেই বাজাজ দারুন মাইলেজ সম্পন্ন বাইক লঞ্চ করে ফেলেছে। আসলে মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে স্বপ্নপূরণের কথা বললে সবথেকে জনপ্রিয় দুচাকার যান বাজাজের গাড়ি। এমনই একটি বাইক Bajaj CT110, কমিউটার বাইকের জগতে ব্যাপক জনপ্রিয় এই মোটরসাইকেল।
বাইকটিতে যেমন পাওয়া যাবে দারুন মাইলেজ তেমন বাইকের মেন্টেনেন্স খরচও কম আবার দামও সাধ্যের মধ্যে। ডিজাইন সাধারণ রাখা হলেও কাজের দিক থেকে এটি হতে পারে বেস্ট অপশন। এই বাইকের ইঞ্জিনে রয়েছে ১১৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার যা ৮.৬পিএস শক্তি এবং ৯.৮১ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে পাবেন ফোর স্পিড গিয়ার। এছাড়াও এতে পাবেন হাইড্রোলিক টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে স্প্রিং ইন স্প্রিং। মোটর বাইকটির সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘন্টা।
এবার আসা যাক সবথেকে গুরুতর অর্থাৎ মাইলেজ ও দামের কথায়- Bajaj CT110 এ ফুয়েল ক্যাপাসিটি রয়েছে ১১০ লিটার। বাইকটির প্রতি লিটার তেলে মাইলেজ দেবে ৭০ কিমি। অর্থাৎ ফুল ট্যাংক করলে ৭৭০ কিমি যাবে এই মোটরসাইকেল। আর বর্তমানে পেট্রোলের দাম যদি ভারতীয় মুৃদ্রায় ১০০ ধরা হয় তাহলে সেই হিসাব অনুযায়ী ফুল ট্যাংক করতে খরচ পড়বে ভারতীয় মুদ্রায় ১১০০ টাকা।
হিসেব অনুযায়ী প্রতি কিমিতে খরচ হবে ভারতীয় মুদ্রায় 1.42 টাকা। নিত্য যাতায়াতের জন্য আদর্শ বিকল্প বাজারের এই মোটরসাইকেল। কলকাতার বাজারে এই বাইকটির এক্স শোরুম দাম পড়বে ভারতীয় মুদ্রায় 68052 টাকা। তবে ইএমআই এরও অপশন থাকছে সে ক্ষেত্রে প্রতিমাসে কিস্তি পড়বে ভারতীয় মুদ্রায় 6409 টাকা।
মাত্র ১০০ টাকা তেলে ছুটবে ৭০ কি.মি, একদম সস্তায় কিনুন এই বাইক!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।