বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বাজাজের তৈরি পালসার সিরিজের বাইকগুলো নিয়ে সবসময়ই উন্মাদনা থাকে। সম্প্রতি চাউর হয়েছে ভারতীয় এই প্রতিষ্ঠান নাকি ৪০০ সিসির মোটরসাইকেল আনছে। আর এটি হবে পালসার।
সাধ্যের মধ্যে ভাল ফিচার আছে এমন বাইকের তালিকায় পালসারের নাম ওপরের দিকেই থাকে। প্রায় বছর ১১ আগে বাজারে পালসার এনএস ২০০ এনেছিল বাজাজ। এরপর বছর সাতেক আগে বাজাজ ডমিনার ৪০০। এবার আসছে পালসার এনএস ৪০০ মডেল।
২০২৪ সালে নতুন পালসার বাজারে আসবে। এতে থাকবে অপেক্ষাকৃত বড় ইঞ্জিন। নতুন এই বাইকের ওজন হবে অনেক কম। ডমিনারের ওজন ছিল ১৯৩ কেজি। এটি তার থেকে অনেকটাই কম হবে।
বর্তমানে বাজাজ তিন রকমের ইঞ্জিন তৈরি করে। নতুন বাইকের ইঞ্জিন হবে ডমিনারের থেকে একটু আলাদা। অন্যান্য এনএস বাইকগুলোর সঙ্গে এর চেহারার মিল থাকবে বলেই জানা যাচ্ছে। তবে নতুন বাইক হবে আরও বেশি কেতাদুরস্ত।
এটি আকারে সবথেকে বড় পালসার হলে বলেই জানা যাচ্ছে। তবে এর থেকে বেশি তথ্য এখনই সামনে আসছে না।
এই বাইকে থাকতে পারে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য। থাকতে পারে এলইডি হেডল্যাম্প। বাজাজ ডমিনার ৪০০ মডেলের দাম ভারতে সোয়া দুই লাখ রুপি। এনএস ৪০০-এর দাম তার থেকে কিছু বেশি হবে বলেই মনে করা হচ্ছে।
প্রত্যাশিত দাম হতে পারে আড়াই লাখ থেকে ২ লাখ ৭০ হাজার রুপির মধ্যে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।