বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে পেট্রোলের যা দাম তাতে বাইক আরোহীদের রীতিমতো মাথায় হাত। এছাড়া পেট্রোল থেকে দূষণ ছড়ায় ভালোরকম ভাবে। তাই অনেকেই পেট্রোলের বাইক ছেড়ে বিকল্প চিন্তা-ভাবনা করছেন বর্তমানে। আর মধ্যবিত্তের কথা চিন্তা করেই বাজাজ নিয়ে এলো নতুন চমক (Bajaj Bruzer CNG)। এতে আপনার পেট্রোলের খরচও বাঁচবে এবং বাইকের মজা নিতে পারবেন আগের মতই। কি ভাবছেন মিথ্যা খবর? খবর একেবারেই সত্যি।
ভারতের মার্কেটে ইতিমধ্যে তাদের প্রভাব বিস্তার করেছে বাজাজ। কম দামে মানুষকে তারা দেবে বাইক চালানোর দুর্দান্ত মজা। এমনকি বাইক চালকদের আর চিন্তা করতে হবে না পেট্রোলের খরচ নিয়ে। বাজাজের এই নয়া চমকে (Bajaj Bruzer CNG) থাকছে দুর্দান্ত সব ফিচারস। এমনকি মাইলেজ দেবে অনেক বেশি। আজকের প্রতিবেদনে জানতে পারবেন সেই সম্পর্কে।
আগামী মাসের ১৮ তারিখে ভারতের প্রথম সিএনজি বাইক লঞ্চ করতে চলেছে বাজাজ। বাইকটির নাম হবে বাজাজ ব্রুজার(Bajaj Bruzer CNG)। দাম শুনলে খুশি হতে পারেন মধ্যবিত্তরা, ৮০,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা (এক্স-শোরুম)। কোম্পানির দাবি করেছেন অন্যান্য যেকোনো বাইকের থেকে এতে মাইলেজ অনেক বেশি পাওয়া যাবে। আর পেট্রল নিয়ে ভাবতে হবেনা বাইক আরোহীদের।
এত কম দামের মধ্যে বাজাজের এই সিএনজি বাইক ভারতে আলোড়ন সৃষ্টি করতে চলেছে। এই বাইকটির রীতিমতো টেক্কা দেবে হিরো স্প্লেন্ডর প্লাস, টিভিএস রেডিওন, হন্ডা সাইন 100 এবং বাজাজ প্ল্যাটিনা 110-কে। একবার যদি এই বাইকে মাইলেজ ভালো থাকে তাহলে বহু মানুষ বেছে নেবে বাজাজের সিএনজি মোটরসাইকেলকে(Bajaj Bruzer CNG)। তবে এই কোম্পানির পরিকল্পনা অবাক করবে আপনাকে ২০২৫ সালের মধ্যে এরা মার্কেটে আনতে চলেছে ৫ থেকে ৬টি সিএজি বাইক।
কি কি দুর্দান্ত ফিচার থাকছে এই সিএনজি বাইকে (Bajaj Bruzer CNG)? এতে পাবেন গোলাকৃতি LED হেডলাইট এবং বড় ট্যাংক। ফ্ল্যাট আর লম্বা সিট থাকবে। এত কম দামে সিএনজি বাইক মার্কেটে আনার পর অনেক কিছুই নির্ভর করবে এই বাইকের উপর। ভারতীয় মার্কেটে এক লাখ টাকার সিএনজি বাইক প্রচুর রয়েছে। শুধু বাজাজ নয় তালিকায় আছে হিরো এবং টিভিএস, তাই কম দামে মার্কেটে আনলে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা বাড়বে। বাজাজ ব্রুজার মডেলে ভালো সাসপেনশন সেটআপ থাকবে। এছাড়াও বাইক চালকের বাম দিকের কাছে একটি নব থাকবে যা দিয়ে সিএনজি ভরতে পারবেন। বাইকের ডিজাইনের ক্ষেত্রে কোন রকম ফ্যান্সি ডিজাইন রাখছে না বাজাজ। একদম কমিউটার মোটরবাইক হিসাবেই এটি লঞ্চ হবে।
পাশাপাশি এতে থাকতে আরো কিছু ফিচারস যেমন, বাইকের সামনে থাকবে টেলিস্কপিক ফর্ক সাসপেনশন ও পিছনে মনোশক। ১৭ ইঞ্চি অ্যালয় হুইল এবং ডিজিটাল মিটার নাকি অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকে সেটাই দেখার। তবে এইদেশে একাধিক নতুন বাইক লঞ্চ করে ফেলেছে বাজাজ। সবথেকে বড় ৪০০ সিসির পালসারও এনেছে সংস্থা যার জন্য অপেক্ষা করে আছে বাইকারোহীরা। এই বাইক হল NS400Z। তবে আগামীদিনে নতুন বাইকের ঘোষণা করতে চলেছে বাজাজ অটো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।