বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : খুব তাড়াতাড়ি হয়তো বাজারে আসতে বাজাজ সিটি ১০০। বাজাজের অন্যান্য বাইকগুলোর মতো নতুন এডিশনের এই বাইকেও দারুণ মাইলেজ থাকবে বলে আশা করা যায়। এই মুহুর্তে কোম্পানির অন্যতম জনপ্রিয় বাইক বাজাজ সিটি। এছাড়া কোম্পানির আরও একটি বাইক বাজাজ প্লাটিনা রয়েছে জনপ্রিয়তার শীর্ষে।
প্রসঙ্গত, কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে যে মধ্যবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখে খুব তাড়াতাড়ি হয়তো নতুন বাজাজ সিটি ১০০ লঞ্চ করতে পারে প্রতিষ্ঠানটি। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে, বাজাজ সিটি ১০০ ৯৯.৭ সিসি BS VI ইঞ্জিনের সাথে লঞ্চ করা যেতে পারে। নতুন এই ইঞ্জিনটি হয়তো ৭.৪১ বিএইচপি পাওয়ার এবং ৮.৮১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে আগের ইঞ্জিনটি ১১০ সিসিতে বাজারে উপলব্ধ ছিল।
ইঞ্জিনের পাশাপাশি ফিচারে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। যার মধ্যে স্পিডোমিটার থেকে ট্রাইপোমিটার পর্যন্ত স্ক্রিনের প্রায় সব কিছু ডিজিটাল সংস্করণে পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি সিড স্ট্যান্ড লাইট, ফুয়েল গেজ এবং অন্যান্য জিনিসের মতো আরও কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হতে পারে বাইকে।
প্রসেনজিতের সৎ বোন ১৩ বছর বয়সেই পা রাখেন টলিউডে, তারপর কোথায় হারিয়ে গেলেন?
বাজাজ সিটি ১০০ একটি নতুন সিটি ১০০ বাইক যা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য ডিজাইন করা হয়েছে, তাই এর দাম বেশি হবে না বলেই ধরে নেওয়া যায়। একই সময়ে, কিছু প্রতিবেদন অনুসারে, এর এক্স-শো রুম মূল্য শুরু হতে পারে সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে। যদিও মাইলেজ প্রসঙ্গে এখনই হলফ করে কিছু বলা যাচ্ছে না। তবে ডিজাইন হতে চলেছে নজরকাড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।