বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রত্যেক মধ্যবিত্তের ইচ্ছা থাকে নিজের উপার্জনে একটি মোটরসাইকেল কেনার। তবে সেই বাইক হতে হবে টেকসই, দেবে ভালো মাইলেজ। কিন্তু এই মুদ্রাস্ফীতির বাজারে এই ইচ্ছা যেন ইচ্ছাই থেকে যায়।
আগুন বাজারে তেলের খরচ সামলাতে হিমসিম খাচ্ছে বাইক মালিকরা। বন্ধু-আত্মীয়দের থেকে এই প্রতিক্রিয়া শুনে শোরুমে গিয়ে নতুন বাইক পছন্দ করার আগে দশবার ভাবতে হচ্ছে। তবে এই সমস্যার সমাধান রয়েছে। বাইকের দুনিয়ায় এমন কিছু বিকল্প রয়েছে যাদের দাম অনেকে কম। তেমনই মাইলেজেও বাজার সেরা, এরকমই একটি মডেল হল বাজাজ সিটি 110X।
এই মোটরসাইকেল কেনার জন্য একসঙ্গে অনেকগুলো টাকা খরচ করতে হবে না। সামান্য ডাউন পেমেন্ট করেই বাড়ি আনতে পারেন হাই মাইলেজ সম্পন্ন এই মোটরসাইকেল। বর্তমানে বাজাজ সিটি 110X একাধিক ভেরিয়েন্টে বিক্রি করে সংস্থা। কলকাতায় এই বাইকের এক্স-শোরুম মূল্য 67,693 টাকা। মিলবে ম্যাট ওয়াইল্ড গ্রিন, এবনি ব্ল্যাক-রেড এবং ব্লু স্কিম বেছে নেওয়ার সুযোগ।
বাজাজ সিটি 110X বাইকের ডাউন পেমেন্ট
এই বাইক কেনার জন্য প্রায় 63,000 টাকার লোন পাওয়া যাবে। সুদের হার যদি 9.7 শতাংশ এবং লোনের মেয়াদ 3 বছর থাকে তাহলে প্রায় 7,000 টাকার ডাউন পেমেন্ট ভরতে হবে। প্রতি মাসে ইএমআই জমা দিতে হবে 2,000 টাকা। বাইকের ফাইন্যান্স অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই সংস্থার ওয়েবসাইটে অথবা ডিলারশিপে যোগাযোগ করতে পারেন।
বাজাজ সিটি 110X বাইকের ফিচার্স
এই দু চাকায় মিলবে 115 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 8.6 পিএস শক্তি এবং 9.81 এনএম টর্ক জেনারেট করে দেবে। বাইকটির এআরআই মাইলেজ প্রতি লিটার তেলে 70 কিলোমিটার। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে 11 লিটার। সঙ্গে 4 স্পিড ট্রান্সমিশন, বাজাজ সিটি 110X বাইকের টপ স্পিড 90 কিমি প্রতি ঘন্টা।
সাসপেনশন মজুত রয়েছে ফ্রন্টে হাইড্রোলিক টেলিস্কপিক এবং রিয়ারে স্প্রিং-ইন-স্প্রিং। ব্রেকিং মিলবে কম্বি ব্রেকিং সিস্টেম উভয় চাকাতেই উপস্থিত ড্রাম ব্রেক। এছাড়া রয়েছে এলইডি হেডল্যাম্প এবং ইলেক্ট্রনিক ডিসি সিস্টেম।
বাইকের কার্ব ওজন 127 কেজি। ফ্যান্সি বাইকের মতো এই মোটরসাইকেল খুব বেশি ফিচার্স পাওয়া যাবে না, যার ফলে অফিস বা ট্রিপ সেরে এসে বাইকের মেইনটেনেন্স নিয়ে বেশি চিন্তা করতে হবে। তেল খরচ বাচাতে দারুণ কমিউটার বাইক এই বাজাজ সিটি 110X।
হেলিকপ্টারের চেয়ে দ্রুতগতিতে চলবে ভারতের তৈরী ফ্লাইং ই-ট্যাক্সি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।