বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রতিদিন কয়েক কিলোমিটার যাতায়াত করে যেতে হয় স্কুল-কলেজ এবং অফিস। এই দূরত্ব কভার করতে প্রতি মাসের তেলের পিছনে চলে যায় একগাদা টাকা। আসলে বর্তমানে বহু মোটরসাইকেল রয়েছে যেখানে মাইলেজ খুবই কম পাওয়া যায়।
আর এইখানেই পার্থক্য গড়েছে এই মোটরসাইকেল। 70 কিমি প্রতি লিটার ARAI মাইলেজ সেই সঙ্গে নামমাত্র মেইনটেনেন্স খরচ। নিত্য যাতায়াতের জন্য বহু প্রান্তিক অঞ্চলের এই বাইক ব্যবহার করে। কথা হচ্ছে Bajaj CT 110X বাইকের।
মাইলেলেজের রাজা এই মোটরসাইকেলের দাম 67,000 টাকা (এক্স-শোরুম)। তবে অন-রোড প্রাইস পড়বে প্রায় 81,000 টাকা। অনেকেই আছেন যারা এক সঙ্গে এতগুলো টাকা দিতে সক্ষম নন। তাই তারা মাত্র 8 হাজার টাকা দিয়েই চাবি পেয়ে যেতে পারেন এই বাইকের।
Bajaj CT 110X মাত্র 8 হাজারে
অনলাইন ইএমআই ক্যালকুলেটরের তথ্য বলছে, গ্রাহক যদি 8, 000 টাকা ডাউন পেমেন্ট জমা দেয় তাহলে ব্যাঙ্কের তরফ থেকে 73,000 টাকা লোন পেতে পারে সে। এই লোনের ক্ষেত্রে সুদের হার 9.7 শতাংশ এবং মেয়াদ 36 মাস হলে প্রতি মাসে ইএমআই পড়বে 2,364 টাকা।
এই লোন পাওয়ার জন্য অবশ্যই ভালো সিবিল স্কোর থাকা জরুরি। প্রতি মাসে যদি 2,364 টাকা কিস্তি ভরেন তাহলে দিনপ্রতি এই হিসাবে দাঁড়ায় মাত্র 78 টাকা।
115 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই মোটরসাইকেলে। যা সর্বোচ্চ 8.6 পিএস শক্তি এবং 9.81 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে রয়েছে 4 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
বাইকের ARAI মাইলেজ 70 কিমি প্রতি লিটার। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 11 লিটার। দু চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। মিলবে অ্যানালগ স্পিডোমিটার এবং ওডোমিটার। লাইটিংয়ের ক্ষেত্রে রয়েছে দারুণ ফিচার্স।
হেডলাইট, টেললাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্প সবই পাবেন LED। বাইকের সর্বোচ্চ গতি 90 কিমি প্রতি ঘণ্টা। অ্যালয় হুইল এবং টিউব টায়ার পাওয়া যাবে এই বাইকে। কার্ব ওয়েট 106 কেজি। রংয়ের ক্ষেত্রে – এবনি ব্ল্যাক রেড, ম্যাট ওয়াইল্ড গ্রিন এবং এবনি ব্ল্যাক ব্লু এই তিন বিকল্প উপলব্ধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।