দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুক, বাজারে কাঁপাতে আসছে বাজাজ ডিসকভার ১২৫ সিসি

বাজাজ ডিসকভার ১২৫ সিসি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বর্তমানে একাধিক বাইক নির্মাণ কোম্পানি চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের বাইক নির্মাণ ছেড়ে ইলেকট্রিক বাইক নির্মাণে মনোনিবেশ করেছে। শুধু কোম্পানিগুলি নয়, বর্তমানে পৃথিবীর বেশিরভাগ মানুষ ইলেকট্রিক বাইক অথবা স্কুটার কিনতে স্বচ্ছন্দ বোধ করছেন।

বাজাজ ডিসকভার ১২৫ সিসি

এমন পরিস্থিতিতে বড় পদক্ষে গ্রহণ করতে চলেছে গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj। ২০০৪ সালে প্রথমবারের মতো Bajaj Discover গাড়ি বাজারজাত করেছিল কোম্পানিটি। তবে এক যুগেরও বেশি সময় অতিক্রম হলেও একটুও চাহিদা কমেনি বাজাজ ডিসকভার গাড়ির।

সম্প্রতি এই গাড়ি নির্মাণ কোম্পানির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুব শীঘ্রই প্রতিবেশী দেশ ভারতের রাস্তায় স্পোর্টস লুকে Bajaj Discover 125cc-র গাড়ি দেখা যাবে। পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে দাবী করা হয়েছে, দুর্দান্ত এই গাড়িটি তরুণদের মনে জায়গা করে নেবে। লঞ্চের আগেই গাড়িটির বেশ কিছু তথ্য প্রকাশ্যে এনেছে বাজাজ। চলুন দেখে নেওয়া যাক, Bajaj Discover 125cc গাড়িটির দূর্দান্ত ফির্চাস সম্পর্কে-

Bajaj Discover 125cc গাড়িটি সম্পর্কে যদি আমরা আপনাদের বলি, তবে এই গাড়িতে একটি 124.5cc শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা আপনাকে একটি গতিশীল ভ্রমণ উপহার দিতে সাহায্য করে। পাশাপাশি সুরক্ষার কথা মাথায় রেখে এই গাড়ির দুই চাকাতেই ডিস ব্রেক সিস্টেম দেওয়া হয়েছে। এই গাড়িটি তিনটি ভিন্ন কালারে ভারতীয় বাজারে ছাড়া হবে বলেও জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। যার মধ্যে লাল, নীল এবং লাল-নীল মিক্সড রঙের বাইক লক্ষ্য করা যাবে।

পৃথিবীর নিচে খোঁজ মিলল রহস্যময় এক জগতের

যদি দুর্দান্ত এই গাড়িটির মাইলেজ সম্পর্কে বলি তবে জানলে অবাক হবেন যে, Bajaj Discover 125cc-র গাড়িটি লিটার প্রতি তেলে প্রায় ৭০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এখানেই শেষ নয়, যদি এই গাড়িটির দামের কথা বলি তবে এক্স শোরুম থেকে ভারতীয় মুদ্রায় মাত্র ৫৮,৭৫২ টাকায় কিনতে পারবেন। যা অন রোড কিনতে ট্যাক্স সহ আপনাকে খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় মাত্র ৭০ হাজার টাকা।