বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে বাজারের ইলেকট্রিক স্কুটারের দাম কমেছে। বাজাজ চেতক মডেলের দাম ২২ হাজার রুপি কমানো হয়েছে। বৈদ্যুতিক এই স্কুটারটির আগের দাম ছিল ১ লাখ ৫২ হাজার রুপি। এটি এখন কেনা যাবে মাত্র ১ লাখ ৩০ হাজার রুপিতে।
বাজাজের পক্ষ থেকে জানানো হয়েছে, লিমিটেড পিরিয়ড অফারে এই ইলেকট্রিক স্কুটারটি কম দামে কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া হবে। যদিও কত দিন পর্যন্ত অফারটি চালু থাকবে, সে বিষয়ে কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি। ১ আগস্ট থেকে অফারটি চালু হয়েছে।
বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারটি কিছুটা পুরনো ডিজাইনের। কার্ভি বডিওয়ার্ক এবং কিছু নতুন উপাদান দেওয়া হয়েছে এতে। রয়েছে একটি এলইডি হেডলাইট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং স্মার্টফোন কানেক্টিভিটি।
চেতক ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে ৩.৮ কিলোওয়াট আওয়ারের মোটর, যা পাওয়ার নিচ্ছে একটি ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি থেকে।
স্কুটারটির সর্বাধিক স্পিড প্রতি ঘণ্টায় ৬৩ কিলোমিটার। এক বার চার্জে এই ই-স্কুটার ১০৭ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে, যা পরীক্ষিত।
বাজাজ অটো জানিয়েছে, মাত্র চার ঘণ্টার চার্জেই এই ইলেকট্রিক স্কুটার সম্পূর্ণ ভাবে চার্জ করা যেতে পারে।
অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ আরও জানিয়েছে, সাত বছরের লাইফ স্প্যান হতে পারে স্কুটারটির, ৭০ হাজার কিলোমিটার পর্যন্ত চলার পরই এটি পরিবর্তনের কথা ভাবতে পারেন চালকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।