জুম-বাংলা ডেস্ক : বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল এনেছে বাজাজ। যার মাইলেজ জানলে আবাক হবেন। এই হাইব্রিড বাইকে ১০২ কিলোমিটার মাইলেজ দেয়। বাজাজ ফ্রিডম ১২৫ মডেলটি তাদের জন্যই ডিজাইন করা হয়েছে যারা যারা কম খরচে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে চান।
বাজাজ ফ্রিডম ১২৫ মডেলে রয়েছে সিঙ্গেল এয়ার কুলড ১২৫ সিসি ইঞ্জিন। যা ৯.৪ বিএইচপি পাওয়ার এবং ৯/৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। ব্রেকিং সিস্টেমও জবরদস্ত। বাইকের সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক দিয়েছে বাজাজ। রয়েছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল।
ফ্রিডম ১২৫ মডেলের হাইব্রিড মোটরসাইকেলে জ্বালানি খরচ অনেক কম। পেট্রোল চালিত বাইকের তুলনায় প্রায় ৫০ শতাংশ। তবে এতে ছোট পেট্রোল ট্যাঙ্কও দেওয়া হয়েছে। চালক চাইলে প্রয়োজনের সময় পেট্রোলে বাইক চালাতে পারবেন। এর জন্য ডানদিকের হ্যান্ডেলবারে রয়েছে বিশেষ স্যুইচ। এটা টিপেই চালক পেট্রোল এবং সিএনজি ইঞ্জিনের মধ্যে যে কোন একটা বেছে নিতে পারেন।
সিএনজি ট্যাঙ্ক রয়েছে পেট্রোল ট্যাঙ্কের ঠিক নিচে। তবে এর জন্য বাইকের লুকে কোনও পরিবর্তন হয়নি। দেখতে সাধারণ বাইকের মতোই। তবে নজেল আলাদা। কারণ সিএনজিকে বেশি চাপে রাখতে হয়। পেট্রোল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ২ লিটার। সিএনজি ট্যাঙ্কে ২ কেজি গ্যাস ভরা যায়।
বাজাজের দাবি, ২ কেজি সিএনজিতে ২১৩ কিলোমিটার পথ পাড়ি দেবে এই বাইক। আর পেট্রলে চলবে অতিরিক্ত ১১৭ কিলোমিটার। অর্থাৎ দুটি ট্যাঙ্ক পুরো ভর্তি করলে মোট ৩৩০ কিলোমিটার পথ অনায়াসে অতিক্রম করবে ফ্রিডম ১২৫। সিএনজিতে মাইলেজ প্রতি কিলোগ্রামে ১০২ কিলোমিটার। আর পেট্রোলে লিটার প্রতি ৬৪ কিলোমিটার। এই বাইকে রয়েছে সুবিশাল সিট। ফলে অনায়াসে দুইজন মালপত্র নিয়েও বসা যাবে। ভারতে এই বাইক কয়েক মাস আগে এলেও বাংলাদেশে আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।