বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার ভারতের বাজারে নিজেদের সেরাটা নিয়ে হাজির হতে চলেছে বাজাজ। আর সেই গাড়িটি হতে চলেছে Yamaha R15-এর প্রতিদ্বন্দ্বী। কোম্পানির তরফ জানা গিয়েছে, চলতি বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে বাজাজ-এর নতুন বাইক। আর সেই গাড়িটি হল Bajaj Pulsar NS250। জানা যাচ্ছে, Bajaj Pulsar NS250 গাড়িটি Yamaha R15 এর সঙ্গে কঠিন প্রতিযোগিতা করতে চলেছে।
বাজাজ-এর গাড়িটি ২৫০ সিসির হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এটিই হবে দেশের মধ্যে সবথেকে সস্তা বাইক যেটি ২৫০ সিসি ইঞ্জিন নিয়ে চলবে। এর আগে বাজাজের পালজার লঞ্চ করা হয়েছিল দেশের বাজারে। আর তা গ্রাহকেরা বেশ পছন্দ করেছিলেন। এবার তাই সেই কথা মাথায় রেখে ফের আরেকটি পালজার বাইক লঞ্চ করতে চলেছে সংস্থা।
খুব শীঘ্রই বাইকটি লঞ্চ করবে কোম্পানি। মনে করা হচ্ছে, গাড়িটি চলতি বছরের শেষের দিকে বাজারে আসতে পারে। অনেকে মনে করছেন শক্তিশালী বাইক সেগমেন্টে এটি প্রিমিয়াম বাইক হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এটি। এটিতে রয়েছে একাধিক নতুন ফিচার্স। Bajaj Pulsar NS250 বাইকে রয়েছে ২৪৮.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।
যা ৩১ পিএস শক্তি উৎপন্ন করে ও ২৭ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এছাড়া রয়েছে শক্তিশালী ৬ স্পীড গিয়ারবক্স। এই ফিচার্স সামনে আসার পর বাইক প্রেমীরা এটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জানা গিয়েছে, বাইকটি ১৬৫ কিলোমিটার গতিতে ছুটির পারে। এর দাম জানা গিয়েছে, ১.৬ লক্ষ টাকা থেকে ১.৭ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারে কোম্পানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।