বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজাজের হায়ার সিসির পালসার ডমিনার ৪০০ মডেল। এই মডেল নতুন আপডেট পেতে যাচ্ছে। অফ-রোডিং হোক বা লং-ড্রাইভ, যেকোনো ক্ষেত্রে এই বাইকটির জুরি মেলা ভার।
বহু অনুরাগীর এই প্রিয় মোটরসাইকেলটি দীর্ঘদিন কোন আপডেট পায়নি। এবারে তাই সে দিকে গুরুত্ব আরোপ করেছে বাজাজ অটো। ডমিনার ৪০০ আপডেট দেওয়ার কাজ শুরু করেছে বাজাজ। উল্লেখযোগ্য আপডেট হিসাবে এটি পেতে চলেছে একটি ডট ম্যাট্রিক্স এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এটা বাজাজ পালসার ৪০০জেড-এর ডিসপ্লের মতোই দেখতে।
বাজাজ ডমিনার ৪০০ আর কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ করবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এসব আপডেট ছাড়াও আরও একাধির বৈশিষ্ট্যে চমক আনছে বাজাজ। নতুন ইন্সট্রুমেন্ট কনসোলে ব্লুটুথ কানেক্টিভিটি বাদেও থাকছে টার্ন বাই টার্ন নেভিগেশন, কল এবং এসএমএস অ্যালার্টসহ আরও অন্যান্য ফিচার। নতুন ডিসপ্লেটি আনার ফলে বাজাজ তাদের ডমিনার থেকে ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে সংযুক্ত ছোট ক্লাস্টার এবার বাদ দিতে পারে বলে অনুমান করা হচ্ছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাজাজ তাদের ডমিনারে দিতে চলেছে ওবিডি-২বি নির্গমন বিধি পালনকারী ইঞ্জিন। এতে পরিবেশ দূষণ কমবে। এর ৩৭৩.৩ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৩৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে সঙ্গে দেবে ছয় গতির গিয়ারবক্স।
ফিচারের প্রসঙ্গে বললে, বাজাজা ডমিনার ৪০০ মডেলে থাকছে একটি রাইড বাই ওয়্যার থ্রটেল এবং একাধিক বাইডিং মোড।
ডমিনার ৪০০ মডেলের ফিচারের সঙ্গে এবারে পালসার ৪০০জেড-এর মিল নজরে পড়তে পারে। এই যাবতীয় আপডেট পাওয়ার ফলে বাইকটির দামে হেরফের হতে পারে। আগের তুলনায় সামান্য দাম বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
প্রসঙ্গত, বাজাজ ডমিনার বাইকপ্রেমীদের কাছে একটি অতি জনপ্রিয় মডেল। বাইকটির নতুন আপডেট আরও একাধিক ক্রেতাকে আকর্ষিত করবে বলে আশাবাদী বাজাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।