বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজাজ অটো ১২৫ সিসির নতুন পালসার আনছে। যার মডেল পালসার এন১২৫। এই বাইক বাজারে ছাড়ার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাজাজ। সড়কে পরীক্ষা-নীরিক্ষাও সম্পন্ন করেছে।
চলতি বছর একাধিক নতুন মোটরসাইকেল এনেছে বাজাজ। মূলত, পালসার সিরিজের বাইকগুলোর নতুন ভার্সন আপডেট করেছে সংস্থা। এবার শোনা যাচ্ছে, নয়া এন১২৫ বাইক আনতে চলেছে বাজাজ। যা কম বাজেটের কমিউটার বাইক সেগমেন্টকে টার্গেট করতে চলেছে। সম্প্রতি বাইকটির পরীক্ষা শুরু করেছে সংস্থা। কী কী ফিচার্স থাকবে জেনে নিন।
বাজাজ অটো আরও এক নতুন কমিউটার বাইকের প্রস্তুতি শুরু করে দিল। এবার আসতে চলেছে পালসার এন১২৫। কিছুদিন আগেই এন১৫০ এন১৬০ মডেলের আপডেটেড মডেল লঞ্চ করেছে সংস্থা। এবার নতুন এন ১২৫ বাইক লঞ্চ করতে চলেছে বাজাজ। আজকাল অনেকেই স্পোর্টি বাইক চড়তে চাইছেন। কিন্তু, দাম থাকতে হবে কম
সেই পরিকল্পনা নিয়েই দেশে ১২৫ সিসির নতুন বাইক আনতে চলেছে বাজাজ। শুধু নতুন পালসার নয়, জুনে বিশ্বের প্রথম সিএনজি বাইকও লঞ্চ করতে চলেছে কোম্পানি। আর এই তথ্য নিশ্চিত খোদ কোম্পানির সিইও রাজীব বাজাজ।
বাজাজ এন১২৫ বাইকের ফিচার
এক রিপোর্ট অনুযায়ী, হেডল্যাম্প ক্লাস্টার এবং বেজেল সম্পূর্ণ আলাদা হতে চলেছে অন্যান্য পালসার বাইকের তুলনায়। যদিও সাইড এবং ব্যাক সেকশন বর্তমান পালসার মডেলগুলোর মতোই থাকবে। বাইকে স্প্লিট সিট, স্পিট পিলিওন গ্র্যাব রেইল এবং টুইন এলইডি টেল ল্যাম্প পাওয়া যাবে।
হার্ডওয়্যারের ক্ষেত্রে পাবেন সামনে টেলিস্কপিক ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন। দুই চাকাই থাকবে ১৭ ইঞ্চি। টিউবলেস টায়ারের সঙ্গে পাবেন ডিস্ক ব্রেক। সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক থাকতে পারে। সঙ্গে মিলবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
বাজাজ পালসার এন ১২৫ এ থাকবে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১১.৮ হর্সপাওয়ার এবং ১১ এনএম টর্ক তৈরি করতে পারে। উল্লেখ্য, ১২৫ সিসির আরও একটি পালসার বাইক বর্তমানে বিক্রি করে। যাতে হর্সপাওয়ার এবং টর্ক তুলনামূলক কম।
ফিচার্স হিসাবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং ব্লুটুথ কানেক্টিভিটি থাকতে পারে। ট্রিপমিটার, স্পিডোমিটার, ওডোমিটার সবই পাওয়া যাবে ডিজিটাল। এছাড়াও ইউএসবি চার্জিং পোর্ট এবং এলইডি লাইটিং দেখা যেতে পারে এই বাইকে।
সুতরাং, নতুন বাইক যে শক্তি এবং ফিচার্স দুই জায়গাতেই কমপ্লিট প্যাকেজ দিতে চলেছে। এই বাইক একাধিক কোম্পানির ১২৫ সিসি বাইককে চ্যালেঞ্জ জানাবে। যার মধ্যে প্রথমেই রয়েছে নতুন লঞ্চ হওয়া হিরো এক্সট্রিম ১২৫ আর এবং টিভিএস রেইডার। এছাড়াও হোন্ডা এসপি এবং বাজাজের পালসার বাইককেও পেছনে ফেলতে পারে এই মডেল।
নতুন বাইকের দাম এখনও জানা যায়নি। তবে আশা করা হচ্ছে, দাম ভারতে লাখ খানেক টাকার মধ্যেই থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।