বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের অটোমোবাইলস নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ অটো একটি সস্তার ইলেকট্রিক স্কুটার নিয়ে আসার পরিকল্পনা করছে। জনপ্রিয় চেতক ইলেকট্রিক স্কুটারের সস্তার ভ্যারিয়েন্ট হতে চলেছে সেটি। ইতিমধ্যেই সেই কম দামি বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের টেস্টিংও শুরু হয়ে গিয়েছে ভারতের রাস্তায়। টেস্ট মুলের কয়েকটি স্পাই শটও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
স্পাই শটগুলোতে নতুন চেতক ই-স্কুটারের প্রোটোটাইপটি দেখা গিয়েছে। সেখান থেকেই ইঙ্গিত মিলেছে, হাব-মাউন্টেড ইলেকট্রিক মোটর থাকছে এই স্কুটারে। সম্পূর্ণ ভাবে প্লাস্টিক কভার দিয়ে আবৃত রয়েছে স্কুটারের রিয়ার হুইলটি, যা এই মুহূর্তের বাজার-চলতি চেতক স্কুটারে নেই।
সস্তার এই চেতক ইলেকট্রিক স্কুটারের প্রোটোটাইপে দেখা গিয়েছে একটি ডাবল-সাইডেড সুইংগ্রাম। এই মুহূর্তে বাজারে যে বাজাজ চেতক বৈদ্যুতিক স্কুটার রয়েছে, তাতে রয়েছে একটি মিড-মাউন্টেড মোটর। এই মোটরটি ইক্যুইপ করা রয়েছে মাল্টি-স্পোক অ্যালয় হুইলের সঙ্গে। এই একই জিনিসটি নতুন কম দামি চেতক ইলেকট্রিক স্কুটারে থাকবে বলেও জানা গিয়েছে।
এই যে চেতক ইলেকট্রিক স্কুটারটিকে রাস্তায় পরীক্ষা হতে দেখা গিয়েছে, তার দাম অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে। সস্তার সেই বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের দাম হতে পারে ভারতে ১ লাখ রুপির মধ্যে। এই মুহূর্তে বাজারে যে চেতক ইলেকট্রিক স্কুটার রয়েছে, তার দাম সোয়া লাখ রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।