উন্নত প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার লঞ্চ করলো বাজাজ, রয়েছে ব্যাকআপ ব্যাটারি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাঝপথে শেষ হবে না স্কুটারের চার্জ, চার্জ না দিয়েই পৌঁছে যাবেন গন্তব্যে, আসছে Bajaj-এর এই স্কুটার। যত দিন যাচ্ছে ততই প্রযুক্তির উন্নতি ঘটছে। যুগের হওয়ার বদল ঘটছে। আসছে নিত্যনতুন বিভিন্ন ধরনের জিনিস। সেরকমই বর্তমানে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় গাড়ি সংস্থাগুলি বৈদ্যুতিক বিভিন্ন মডেলের গাড়ি বাজারে আনছে। যা কিনতে আগ্রহ দেখা যাচ্ছে গ্রাহকদের মধ্যে। তবে ইতিমধ্যে এই টু হুইলার কিনে অনেকেই বিপদে পড়েছেন। স্কুটারে করে গন্তব্যে পৌঁছানোর আগেই শেষ হয়ে যাচ্ছে স্কুটারের ব্যাটারির চার্জ।

যার ফলে মাঝপথে বিপদের সম্মুখীন হতে হচ্ছে ইলেকট্রিক স্কুটার চালকদের। ইতিমধ্যে অনেক টু হুইলার কোম্পানি বাজারে লঞ্চ করেছে ইলেকট্রিক স্কুটার। এই ধরনের অসুবিধা দেখা দেওয়ায় চিন্তাও পড়েছেন গ্রাহকরা। তবে এই সমস্যা দূর করতে এক বড় পদক্ষেপ নিতে চলেছে বাজাজ কোম্পানি। যা গাড়ির বাজারে এই প্রথমবার দেখা যাবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাজাজ কোম্পানি আনতে চলেছে এক নতুন ইলেকট্রিক স্কুটার। যার ব্যাটারির চার্জ নিয়ে আর চিন্তা করতে হবে না গ্রাহকদের।

চিন্তা মুক্তভাবেই পৌঁছে যেতে পারবেন গন্তব্যে। কি সেই নতুন প্রযুক্তি? খুব জানতে ইচ্ছা করছে তাই না? খবর রয়েছে বাজাজ কোম্পানি উন্নত প্রযুক্তির যে নতুন স্কুটার লঞ্চ করবে সেই স্কুটারে দেওয়া হবে অদল বদলযোগ্য ব্যাটারি। অর্থাৎ এই নতুন স্কুটারে প্রদান করা হবে একটি ব্যাকআপ শক্তিশালী ব্যাটারি। যার ফলে স্কুটার চালক যতক্ষণ না পর্যন্ত গন্তব্যে পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত তিনি স্কুটার চালিয়ে যেতে পারবেন।

কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। তবে শুধু উন্নত ব্যাটারি নয়, এর পাশাপাশি আসন্ন ই স্কুটারটিতে থাকবে আরও উন্নত বৈশিষ্ট্য। তা হলো ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি সার্জিং পোর্ট, ফ্রন্ট ডিস ব্রেক, ডিজিটাল স্পিড মিটারসহ আরো অন্যান্য দুর্দান্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে এই স্কুটারে। তবে জানা যাচ্ছে চলতি বছরের শেষের দিকেই হয়তো লঞ্চ হতে পারে এই স্কুটার। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি স্কুটারের প্রারম্ভিক মূল্য সহ আরো অন্যান্য তথ্য।