বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের জনপ্রিয় টু হুইলার উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজাজ ১২৫ সিসির নতুন ডিসকভার মোটরসাইকেল এনেছে। নতুন ডিসকভারে রয়েছে শক্তিশালী ইঞ্জিন ও আকর্ষণীয় ফিচার।
বাজাজের ডিসকভার সিরিজের মোটরসাইকেল ভীষণ জনপ্রিয়। দীর্ঘদিন ধরে এই সিরিজের মোটরসাইকেলের উৎপাদন বন্দ ছিল। বিশেষ করে ১২৫ সিসির বাইক বাজারে ছিল না দীর্ঘদিন। ক্রেতাদের বিপুল চাহিদার প্রেক্ষিতে বাজাজ ১২৫ সিসির নতুন ডিসকভার আনল।
নতুন ডিসকভার মোটরসাইকেলে দেওয়া হয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। যার ফলে বাইকটিতে চালাতে আরও কমফোর্ট পাবেন ক্রেতারা।
বাইকটির দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। এর ফলে গাড়ি নিরাপদ থাকবে এবং সুরক্ষিত থাকবেন গ্রাহক। ইতিমধ্যে বাজারে গাড়িটির একাধিক রঙে লঞ্চ হয়েছে। লাল ও নীল রঙগুলো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাহকদের কাছে।
এছাড়া গাড়িটি দুর্দান্ত মাইলেজ দেবে যা গ্রাহককে ভ্রমণে পরিতৃপ্তি দেবে। এই গাড়িটি প্রতি লিটার তেলে ৭০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম।
গাড়িটি দিল্লিতে এক্স শোরুম মূল্য ৫৮ হাজার ৭৫২ রুপি। দেশটিতে অন রোড কিনতে গেলে খরচ হবে ৭০ হাজার রুপি।
নতুন ডিসকভারে পাবেন ১২৫ সিসির শক্তিশালী ইঞ্জিন। এতে রয়েছে ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড টুইন স্পার্ক ডিটিএসআই ইঞ্জিন। এই ইঞ্জিন ৭৫০০ আরপিএম এ ১১ পিএস ম্যাক্স পাওয়ার এবং ৫৫০০ আরপিএম এ ১১ নিউটন মিটার ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম।
নতুন ডিসকভারের টপ স্পিড ঘণ্টায় ৯০ কিলোমিটার। কমিউটার বাইক হিসাবে এর ইঞ্জিন পারফরম্যান্স খুবই স্মুথ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।