বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে বাজেট মূল্যের বাইকের বাজার আজকাল ব্যাপক চাহিদায় রয়েছে। বেশ কয়েকটি কোম্পানি প্রায় কিছুদিন অন্তর অন্তর বাজেট মূল্যের ব্যাপক বাইক সামনে আনছে।
তবে এই মার্কেটে একাধিকত্ব বিস্তার করে রেখেছিল হিরো কোম্পানির একটি বাইক।
আপনি অবশ্যই বুঝতে পেরেছেন কোন বাইকের কথা বলা হচ্ছে।
হিরো স্প্লেন্ডার ছিল বাজেট মূল্যের বাইকের রাজা। তবে এখন সেই জায়গায় প্রতিযোগিতায় এসেছে বাজাজ প্লাটিনা।
এই বাইকটিতে একদিকে যেমন রয়েছে শক্তিশালী ইঞ্জিন, ঠিক তেমনই অন্যদিকে বাইকটি ব্যাপক মাইলেজ দেয়।
কি কি স্পেসিফিকেশন রয়েছে এই বাইকে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বাজাজ প্ল্যাটিনা বাইকটি দুটি পাওয়ার ভ্যারিয়েন্ট এ পাওয়া যায়। একটি হল ১১০ সিসি ও অন্যটি হল ১০০ সিসি ইঞ্জিন অপশনে। এই ১০০ সিসি বাজাজ প্ল্যাটিনা বেশ সস্তা। এই বাইকে ১০২ সিসি ৪ স্ট্রোক, DTS i, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে।
এটি ৭৫০০ rpm এ ৭.৯ PS পাওয়ার ও ৫৫০০ rpm এ ৮.৩ Nm টর্ক উত্পন্ন করে। এতে ১১ লিটারের একটি পেট্রোল ট্যাঙ্ক রয়েছে।
নতুন প্রযুক্তির ইঞ্জিনের জন্য এই বাইক প্রায় ৯০-৯৬ kmpl এর মাইলেজ দেয় যা সত্যিই প্রশংসাযোগ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।