দুর্দান্ত লুক ও অবিশ্বাস্য ফির্চাসসহ নতুন বাইক লঞ্চ করতে চলেছে Bajaj

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আপনারা শুনলে অনেকেই হয়তো অবাক হবেন যে ভারতীয় বাজারে ফের আলোচনায় ঢুকে পড়েছে Bajaj Platina। Bajaj platina 125 নিয়ে বহু মানুষের আগ্রহ এখন তুঙ্গে উঠেছে। কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আসন্ন উৎসবের মরসুমে পাওয়া যেতে পারে বড় কোনো আপডেট।

কিছু রিপোর্ট অনুযায়ী, উৎসবের সময় Bajaj platina 125 লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। বাইকটি অসাধারণ মাইলেজ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে থাকতে পারে প্রচুর ফিচার। বাইকটিতে বিএস৬ কমপ্লায়েন্ট ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন যুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি। বাইকটিতে ১১ লিটার পেট্রল ট্যাঙ্কও যুক্ত করা হতে পারে।

এতে রয়েছে ১০২ সিসি, ফোর স্ট্রোক, ডিটিএস -আই, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, আপনার রাইড করে তুলবে আরও আনন্দময়। এই বাইকটিতে এমন অনেক ফিচার রয়েছে যা অন্যান্য একাধিক কোম্পানির রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ভারতের বাজারে বছরের পর বছর ধরে ব্যবসা করছে বাজাজ। তারা জানে যে কাস্টমাররা কী চান। আধুনিকতার সঙ্গে তাই মিশিয়ে দিচ্ছেন নষ্টালজিয়া।

খুব তাড়াতাড়ি আপনি যদি কোনো শক্তিশালী বাইক ক্রয় করতে চান, তবে Bajaj Platina 125 হতে পারে আপনার জন্য সেরা বাইক। দুর্দান্ত মাইলেজ এবং অবিশ্বাস্য ফির্চাসের এটিকে করে নিতে পারেন পরিবারের সদস্য। অর্থাৎ কম দামে বাইক কেনার একটি দুর্দান্ত অপশন দিতে চলেছে বাজাজ।

বাজার কাঁপাতে পানির দামে এলো দুর্ধর্ষ ডিজাইনের দুইটি অ্যাডভেঞ্চার বাইক