হোন্ডা এসপি ১৬০ নাকি বাজাজ পালসার ১৬০কিনবেন

হোন্ডা

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মোটরসাইকেলের বাজারে দুই প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড বাজাজ এবং হোন্ডা। ভারতের প্রতিষ্ঠান বাজাজ, হোন্ডা জাপানের। যদিও এখন হোন্ডার প্রায় সব মডেলই ভারতে তৈরি হয়। অনেকেই জানতে চান বাজাজ পালসার ১৫০ মোটরসাইকেল কেনা ভালো হবে নাকি হোন্ডা এসপি ১৬০।

হোন্ডা

সম্প্রতি বাজারে এসেছে হোন্ডা এসপি ১৬০ মডেল। এটি একটি কমিউটার বাইক হলেও এতে স্পোর্টস ফিচার আছে। অর্থাৎ কমিউটারে স্পোর্টস বাইকের স্বাদ পাওয়া যাবে।

হোন্ডার এই বাইক লঞ্চ হয়ে বেশ সাড়া ফেললেও চ্যালেঞ্জ জানানোর জন্য তৈরি আরেক জনপ্রিয় বাইক বাজাজ পালসার। যদিও পালসার সিরিজের অধীনের একটা বাইক নেই। আজকে যে বাইকগুলির সঙ্গে তুলনা করা হবে সেগুলি ১৫০ সিসির অধিক।

হোন্ডা এসপি ১৬০ মডেলে দেওয়া হয়েছে নতুন ডিজাইনের এলইডি হেডল্যাম্প, এলইডি টেললাইট। রাইডারদের সুবিধার্থে দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা এলসিডি ডিসপ্লে। যেখানে একগুচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন, দুই চাকাতেই ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

সবমিলিয়ে বাইক-প্রেমীদের নজর কাড়তে স্পোর্টি লুকের সঙ্গে বেশ দমদার ইঞ্জিন ও ফিচার্স দিয়েছে সংস্থা। তবে ব্লুটুথ কানেকশন থাকলে একেবারে ষোলো কলা পূর্ণ হয়ে যেত।

সেমিফাইনালের আগে যে দুঃসংবাদ পেলেন মেসি

বাজাজ পালসার কেমন মোটরসাইকেল?

হোন্ডার এসপি ১৬০ মডেলের সঙ্গে তুলনা করা যায় এই রেঞ্জে বাজাজের চারটি মোটরসাইকেল রয়েছে। দুইটি ১৫০ সিসির। বাকি দুইটি ১৬০ সিসির। এগুলো হল যথাক্রমে- পালসার ১৫০, পালসার পি ১৫০ এবং পালসার এন১৫০ এবং এনএস ১৬০।