বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Bajaj-এর নতুন Pulsar N150 শীঘ্রই বাজারে আসতে চলেছে। এটি P150-এর জায়গা নিয়ে নেবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে আসন্ন বাইকটিকে প্রচুর ফিচার দেওয়া হবে। দামের দিক থেকেও অনেকটাই বাজেট ফ্রেন্ডলি হতে চলেছে এই বাইক। নতুন N150-এর বড় ভার্সনটি N160-এর মতোই। অনেকের মধ্যেই এই প্রশ্ন আসছে, দু’টি বাইকের মধ্যে তফাৎ কী? Pulsar N150-এ এমন কী কী নতুন ফিচার দেওয়া হবে, যা P150-তে নেই। চলুন জেনে নেওয়া যাক এই দু’টি বাইকের মধ্য়ে কী কী পার্থক্য?
ডিজাইন কার বেশি ভাল?
N150 বাইকটি যান্ত্রিকভাবে P150-এর মতোই, তবে এর ডিজাইনে কিছুটা পরিবর্তন করা হয়েছে। P150 এর তুলনায়, LED প্রজেক্টর হেডল্যাম্পের পাশাপাশি একটি বড় ট্যাঙ্ক দেওয়া হয়েছে। স্পোর্টিয়ার লুক সহ N150 বাইকটি আগের P150-এর থেকে বেশ অনেকটাই ভাল দেখতে। এটি P150 এর চেয়ে অনেক বেশি প্রিমিয়াম লুক সহ বাজারে আসতে চলেছে। এছাড়াও নতুন রঙে আসতে চলেছে N150।
ইঞ্জিন ও গিয়ারবক্সে কী পরিবর্তন করা হয়েছে?
পাওয়ারট্রেনে খুব বেশি পরিবর্তিত হয়নি, এটি পালসার P150 এর মতো একই 149.68cc, একক-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে, যা 14.3bhp শক্তি এবং 13.5Nm টর্ক উৎপন্ন করে, একটি 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এর সামনে 260 মিমি ডিস্ক এবং পিছনে 130 মিমি ড্রাম ব্রেক সহ সিঙ্গেল-চ্যানেল ABS রয়েছে।
কার দাম কত?
N150-এর দাম 1.18 লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে শুরু হয় এবং এটি প্রায় P150-এর মতোই। যেখানে N150 তরুণদের জন্য ডিজাইন করা হয়েছে বললে ভুল কিছু বলা হবে না। আসন্ন বাইকটি বাজারে উপস্থিত Yamaha FZ-S FI V3 বাইককে টেক্কা দিতে পারে কি না এখন সেটাই দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।