বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্পোর্টি লুকের টেকসই এবং ভালো মাইলেজ সম্পন্ন বাইকের তালিকায় অনেক মডেলই রয়েছে। তবে তার মধ্যে থেকে অধিকাংশ ক্রেতাদের মন আটকে এই 2টি মোটরবাইকের উপর। যা হল Bajaj Pulsar NS160 এবং TVS Apache RTR 160।
ওয়ার্ড্রোব রিফ্রেশ সেল- 50% থেকে 80% ছাড় পাবেন পোশাক, জুতো, লাগেজ এবং আরও অনেক কিছু
স্টাইলিশ লুক ও একাধিক হার্ডওয়্যার থাকা সত্ত্বেও ফাটাফাটি মাইলেজ দেয় পালসার এবং অ্যাপাচি। কিন্তু এই দুই বাইকের মধ্যে কার পারফরম্যান্স ভালো? সেই তুলনাই জানবেন আজকের প্রতিবেদনে।
গতির কথা যদি বলি তাহলে Bajaj Pulsar NS 160 শূন্য থেকে 100 কিমি গতি তুলতে সময় খরচ করে 16.06 সেকেন্ড। যেখানে TVS Apache RTR 160 সময় লাগায় 18.34 সেকেন্ড। গতির বিচারে অ্যাপাচির থেকে পালসার এগিয়ে।
গতি বাড়লে তা রোখার জন্য চাই মসৃণ ব্রেকিং।। সম্প্রতি Bajaj Pulsar 160 মডেলে একাধিক আপডেট যোগ করা হয়েছে। যার ফলে Apache এর তুলনায় বাইকের ব্রেকিং অনেকটা উন্নত হয়েছে।
Bajaj Pulsar NS160 এ ব্রেকিং ডিউটি হিসাবে মজুত দু চাকাতেই ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)। সাসপেনশন রয়েছে সামনে USD ফর্ক (আপসাইড ডাউন) এবং পিছনে মনোশক।
অপরদিকে TVS Apache RTR 160 4V বাইকে রয়েছে উভয় চাকাতে ডিস্ক ব্রেক। সঙ্গে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। বাইকের পিছন চাকায় রয়েছে প্রি-লোড অ্যাডজাস্টেবেল মনোশক। এটিও ভালো পিকআপ দেয় রাইডারদের।
এবার আসা যাক মাইলেজের তুলনায়। যা অনেক রাইডারদের প্রধান অগ্রাধিকার থাকে। তবে শুরুতেই বলি উভয় মোটরবাইকই অত্যন্ত জ্বালানি দক্ষ। সিটি অথবা হাইওয়ে যে কোনো পরিস্থিতিতেই ভালো মাইলেজ দেয়।
Bajaj Pulsar NS160 এ ক্ষেত্রে 47.88 কিলোমিটার সিটি মাইলেজ দেয় এবং হাইওয়ে মাইলেজ প্রতি লিটারে 38 কিলোমিটার। গতি ও ব্রেকিংয়ের তুলনায় পিছিয়ে থাকলেও মাইলেজে বাজাজ পালসারের থেকে এগিয়ে টিভিএস অ্যাপাচি।
TVS Apache RTR 160 এর সিটি এবং হাইওয়ে মাইলেজ যথাক্রমে 47.61 কিলোমিটার এবং 49.80 কিলোমিটার প্রতি লিটার। তাহলে বুঝতে পারছেন এ ক্ষেত্রে কোন বাইকের পাল্লা ভারী।
বাজাজ পালসার এবং টিভিএস অ্যাপাচি দুটিতেই 159 সিসির ইঞ্জিন ও 5 স্পিড গিয়ার। যেখানে পালসার সর্বোচ্চ 9000 RPM এ 17.2 পিএস শক্তি এবং অ্যাপাচি সর্বাধিক 8750 RPM এ 16.4 পিএস শক্তি উৎপন্ন করে।
TVS Apache তে পাবেন ব্লুটুথ কানেক্টিভিটিও। দামের ক্ষেত্রে Bajaj Pulsar NS 160 এর দাম রয়েছে 1.36 লাখ টাকা এবং TVS Apache এর 1.27 লাখ টাকা। দামের তুলনায় পালসারের থেকে অনেকটাই সস্তা অ্যাপাচি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।