বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজাজ পালসার বাজারে আসার পর থেকে উপ-মহাদেশীয় তরুণ বাইকারদের পছন্দের শীর্ষে জায়গা করে নেয়। বাইকারদের চাহিদার কারণে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপক জনপ্রিয়তা পায় বাজাজ পালসার টুইনস ১৫০ সিসি এবং ১৮০ সিসির দুইটি বাইক।
গ্রাহকদের কথা চিন্তা করে এবার বাজাজ কোম্পানি নির্দিষ্ট মডেলের বাইকের ওপর বিশেষ ছাড় ঘোষণা করেছে। চলতি মাসে এই বাইকগুলো কিনলে আপনি ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
পালসার বর্তমানে দেশের জনপ্রিয় বাইকগুলির মধ্যে অন্যতম এবং বাজাজ অটো-এর মডেলগুলির মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত বাইক হিসেবেও পরিচিত।
মূলত দেশের বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় বাজাজ পালসার ১৫০ সিসি আর ১৮০ সিসির ইঞ্জিনে। পরে এর রেঞ্জকে আরও বাড়িয়ে বাজারে ৪০০ সিসির ইঞ্জিনের মডেলও নিয়ে আসা হয়েছে এবং একইসঙ্গে ১২৫ সিসির মডেলও এখন আনা হয়েছে। ফলে বাজাজ পালসারের মডেলের স্পেসিফিকেশনের দিক থেকে অনেকটাই বিস্তার রয়েছে।
দেশের বাজারে বাজাজ পালসারের দাম ১ লাখ ৪৫ হাজার টাকা থেকে শুরু করে টপ মডেলের দাম ৪ লাখ ৬৫ হাজার টাকা পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।