বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইতিমধ্যেই তীব্র গরমে রীতিমতো নাজেহাল অবস্থা সকলের। এপ্রিল মাসের শুরু থেকেই গরমের চোখরাঙানিতে কালঘাম ছুটছে সবার। এমতাবস্থায়, গরমের হাত থেকে নিস্তার পেতে পাল্লা দিয়ে বাড়ছে ফ্যান, এসি, কুলারের ব্যবহার।
যদিও, গ্রীষ্মকালে গরমের পাশাপাশি লোডশেডিংয়ের দাপটেও অতিষ্ঠ হয়ে ওঠেন সকলে। এদিকে, লোডশেডিং হলে আবার চালানো যায়না ওই যন্ত্রগুলি। যার ফলে সেই গরমের ভোগান্তিই ভুগতে হয় সবাইকে।
তবে, বর্তমান প্ৰতিবেদনে আমরা এই সমস্যারই সমাধান আপনাদের কাছে তুলে ধরবো। পাশাপাশি, আপনি যদি এখন একটি ফ্যান কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই প্রতিবেদনটিতে আপনাকে সাহায্য করবে। মূলত, আজ আমরা আপনাদের কাছে এমন একটি ফ্যানের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি বিদ্যুৎ ছাড়াই অবলীলায় ঘন্টার পর ঘন্টা যাবৎ চলতে পারে। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি।
রিচার্জেবল ব্যাটারি টেবিল ফ্যান: উল্লেখ্য যে, Fippy MR-2912 রিচার্জেবল ব্যাটারি টেবিল ফ্যান তিনটি ব্লেড সহ উপলব্ধ হয় এবং সাদা রঙের কালার অপশনে পাওয়া হয়। আপনি এই ফ্যানটিকে খুব সহজেই দেওয়ালে মাউন্ট করতে পারেন বা টেবিলে রেখে এটি ব্যবহার করতে পারেন। এটি রান্নাঘর, বেডরুম, লিভিং রুম এবং ডাইনিং রুমের মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।
উল্লেখ্য যে, Fippy MR-2912 রিচার্জেবল ব্যাটারি টেবিল ফ্যানটি USB এবং AC DC মোডের কানেকটিভিটির সাথে উপলব্ধ হয়। পাশাপাশি, এই ফ্যানটির ব্যাটারি কম চার্জে ৩.৫ ঘন্টা, মাঝারি চার্জে ৫.৫ ঘন্টা এবং পুরোপুরি চার্জে প্রায় ৯ ঘন্টা স্থায়ী হতে পারে। এটি বর্তমানে Amazon-এ ৩,২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
Bajaj PYGMY Mini 110MM 10W Fan: পাশাপাশি, আজ আমরা একটি বাজেট-ফ্রেন্ডলি বিকল্প হিসাবে, বাজাজের একটি ফ্যানের বিষয়েও আপনাদের জানাচ্ছি। এই ফ্যানটি দুর্দান্ত ডিজাইনের সাথে উপলব্ধ হয় এবং এটিতে USB চার্জিয়ের সাপোর্টও রয়েছে। উল্লেখ্য যে, বাজাজের এই ফ্যানটি একটি Li-Ion ব্যাটারি দ্বারা চালিত হয়। যা সম্পূর্ণ চার্জ করার পরে ৪ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। এছাড়াও, ফ্যানটিতে একটি ক্লিপও থাকে। যেটিকে আপনি কোনো টেবিল বা যেকোনো শক্ত পৃষ্ঠে ফিট করতে পারেন। এটির কমপ্যাক্ট আকারের জন্য ফ্যানটি সহজেই যেকোনো জায়গায় লাগানো যায়। আপনি এই ফ্যানটি অনলাইনে Amazon থেকে ১,১৭০ টাকায় কিনতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।