বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দুই জনপ্রিয় টু হুইলার নির্মাতার যৌথভাবে তৈরি বাইক কিছুদিন পূর্বেই লঞ্চ হয়েছে বাজারে। আর তার মাঝেই এই বাইক রীতিমতো সাড়া ফেলে দিয়েছে বাইকের বাজারে। এতদিন পর্যন্ত বাইকারদের অন্যতম পছন্দের নাম ছিল রয়্যাল এনফিল্ড কিন্তু বাজারে আসতে না আসতেই যে পরিমাণ বুকিং শুরু হয়েছে তাতে দুই কোম্পানির মধ্যে যে জোরদার টক্কর হতে চলেছে তা বলাই বাহুল্য।
Bajaj and Triumph এর জোট গত সপ্তাহেই ভারতে তাদের একজোড়া ৪০০সিসি মোটর সাইকেল লঞ্চ করেছে- Triumph speed 400 ও Scrambler 400X. তবে বিশ্ববাজারে মডেলটি উন্নোচিত হয়েছিল গত 27 জুন আর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে মডেল দুটি বাজারে আসার সাথে সাথেই 10000 ইউনিট বুকিং পার করে ফেলেছে। আর সেখান থেকেই আশঙ্কা করা হচ্ছে এবার রয়াল এনফিল্ডের একাধিপত্য শেষ হতে চলেছে।
দাম- Bajaj-Triumph speed 400 দাম ২.৩৩ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। জানা যাচ্ছে জুলাইয়ের শেষ থেকেই এর ডেলিভারি শুরু হবে তবে হ্যাঁ এখনো পর্যন্ত অপর বাইকটির দাম ঘোষণা করা হয়নি। তবে গ্রাহকদের জন্য পুজোর আগেই ধামাকা আনবে সংস্থা। তখনই সামনে আনা হবে Scrambler 400X এর দাম।
দুই বাইকের বৈশিষ্ট্য- Triumph Speed400 আদতে একটি মডার্ন রেট্রো স্ট্রিট নেকেড মোটরসাইকেল। অপরদিকে Scrambler 400X, Scrambler বাইক। এতে দেওয়া হয়েছে বৃহত্তর ফ্রন্ট হুইল ডুয়েল পারপাস টায়ার। তবে উভয় বাইকেই পাওয়া যাবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ফুল এলইডি লাইটিং, ডুয়েল চ্যানেল এবিএস। দুই বাইকে দেওয়া হয়েছে ৩৯৮cc লিকুইড কুল্ড TR সিরিজ ইঞ্জিন। যা থেকে 40 bhp শক্তি এবং 37.5nm টর্ক পাওয়া যাবে। স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ যুক্ত ইঞ্জিনের সাথে আছে ৬ স্পিড গিয়ার বক্স।
পুরোনো হিন্দি গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও
উল্লেখ্য Triumph Speed400-এর এক্স শোরুম প্রাইস প্রকাশিত হলেও অন রোড প্রাইস সম্পর্কে কোনরকম তথ্য দেওয়া হয়নি। তবে শীঘ্রই এর অন রোড প্রাইস সম্পর্কে জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।