বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাইক প্রেমীদের জন্য সুখবর। মধ্যবিত্তের কথা মাথায় রেখে দ্রুত আপডেটেড ভার্সন বাইক বাজারে নিয়ে আসতে চলেছে ভারতীয় এই বাইক উৎপাদক কোম্পানি। সব ঠিকঠাক চললে দ্রুত রাস্তায় দেখা যেতে পারে বাজাজ ডিসকভারের নতুন রূপকে।
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে শোনা গিয়েছে, ভারতীয় বাজারে ফের ডিসকভারকে নিয়ে আসতে চলেছে বাজাজ। বাজাজ ডিসকভার বাজাজের অন্যতম সবথেকে বেশি বিক্রি হওয়া এবং জনপ্রিয় বাইক। তখন এই বাইকে ছিল ১২৫ সিসির ইঞ্জিন। এখন সময় বদলেছে। বাজেটের মধ্যে বাইক সেগমেন্টে হোক কিংবা স্টাইলিশ বাইক, প্রতি ক্ষেত্রেই চলছে জোরদার টক্কর।
তাই বাজাজ কোম্পানিও নিজেদের পরিকল্পনা অনেকটা বদল করেছে। মনে করা হচ্ছে নতুন বাজাজ ডিসকভারে ১২৫ সিসি ইঞ্জিনের বদলে থাকবে ১৫০ সিসির ইঞ্জিন। বাইকের আপডেট মডেলের নাম দেওয়া হতে পরে বাজাজ ডিসকভার ১৫০। বাইকের ডিজাইনেও অনেকটা বদল আসতে পারে। সাবেকি লুকের বদলে জায়গা পেতে পারে আগ্রাসী লুক। নতুন শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস প্রযুক্তি প্রদান করতে পারে বাজাজ।
বাইকে থাকতে পারে ফাইভ স্পিড গিয়ার বক্স। ইঞ্জিন ঠাণ্ডা করার প্রযুক্তি থাকবে উন্নত ফিচারের সঙ্গে। বাইকের আলোকসজ্জায় ব্যাপক পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।বাইকে থাকতে পারে ফাইভ স্পিড গিয়ার বক্স। ইঞ্জিন ঠাণ্ডা করার প্রযুক্তি থাকবে উন্নত ফিচারের সঙ্গে। বাইকে থাকতে পারে কর্বুনেটর ইঞ্জিন। সম্প্রতি বিভিন্ন দামী মডেলের বাইকে এই ফিচার দেওয়া হচ্ছে। বাইকের আলোকসজ্জায় ব্যাপক পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল কনসোল বসাতে পারে কোম্পানি। প্রতিটি ক্ষেত্রে ইনস্টল করা থাকতে পারে এলইডি লাইট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।