বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজাজ অটো নতুন মোটরসাইকেল আনছে। মডেল বাজাজ সিটি১৫০এক্স। এই বাইকের সঙ্গে সিটি ১২৫ এক্স মডেলের অনেকেই মিল রয়েছে।
বাজাজের এই মোটরসাইকেল বড় চমক হতে পারে। কারণ দেশের বাজারে সবথেকে বেশি টু হুইলার বিক্রি করে বাজাজ। কমিউটার বাইকের পাশাপাশি এন্ট্রি-লেভেল মোটরসাইকেল এবং পালসার সিরিজের জন্য বিশেষ ভাবে পরিচিত বাজাজ।
বাইকওয়ালার রিপোর্ট অনুযায়ী, নতুন সিটি১৫০এক্স মডেলে বাল্ব টার্ন ইন্ডিকেটর দেখা গিয়েছে। যদিও এই বাইকে সম্পূর্ণ ভাবে ছদ্মবেশে থাকায় সেই ভাবে কিছু জানা যায়নি। তবে জানা গিয়েছে, এই বাইক সিঙ্গেল পিস সিটের সঙ্গে আসতে চলেছে। নিত্য যাতায়াতদের মনের মতোই সিটের ডিজাইন রাখতে পারে বাজাজ।
এই বাইক এয়ার কুল্ড ইঞ্জিনের সঙ্গে আসতে পারে। অন্যরকম ডিজাইনের ফুটপেগ দেখা যেতে পারে। বাজাজের কাছে এই বাইকে একটি বড় প্রোজেক্ট। ১৫০ সিসি কমিউটার সেগমেন্টে মানুষের চাহিদা যত বাড়ছে ততই বাড়ছে নিত্য নতুন বাইকের আনাগোনা।
এই দৌড়ে জমি শক্ত করতে কোনও সুযোগ ছাড়তে চাইছে না বাজাজ অটো। আসলে এই সেগমেন্টে বাইকে যেমন বড় ইঞ্জিন, ভালো পারফরম্যান্স পাওয়া যায়, তেমনই দাম থাকে সাধ্যের মধ্যে। যে কারণে বহু মধ্যবিত্ত যারা নতুন বাইক কেনার ইচ্ছা রাখেন তারা ১৫০ সিসির সেগমেন্টেই বাইক খোঁজেন।
মনে করা হচ্ছে, গ্রাম, মফস্বল এলাকার গ্রাহকদের আকর্ষণ করতে পারে এই বাইক। অন্যদিকে সিটি নামে ইতিমধ্যে দুইটি বাইক বিক্রি করে বাজাজ। এগুলো হলো সিটি ১১০এক্স এবং সিটি ১১৫এক্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।