বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজাজ পালসার ভক্তদের জন্য সুখবর। শিগগিরই বাজারে আসছে নতুন পালসার। ২০২৪ সাল নাগাদ বাজারে আসবে এই মোটরসাইকেল। সম্প্রতি বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ এই তথ্য জানান। একই সঙ্গে তিনি আরও একটি সুখবর দিয়েছেন। শিগগিরই বাজাজ বাজারে সিএনজিচালিত মোটরসাইকেল বাজারে আনবে।
ভারত, বাংলাদেশ, আফ্রিকার একাধিক দেশে বিক্রি হয় বাজাজ পালসার। দেশের এই বাজারে এই সিরিজের রমরমা চোখে পড়ার মতো। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবথেকে সেরা পালসার আনার কথা জানিয়েছেন রাজীব বাজাজ। ২০২৩ সালে এই মোটরসাইকেল লঞ্চ করবে কোম্পানি।
রাজীব বাজাজ বলেন, এখন থেকে চলতি অর্থবছর শেষ হওয়ার আগে নতুন পালসার দেখতে পাবেন। যা মিড সেগমেন্টে আমাদের শেয়ার ৩০ শতাংশ থেকে যতটা সম্ভব বৃদ্ধি করার চেষ্টা করা হবে।
১৫০ থেকে ২০০ সিসি বাইকের বাজার ব্যাপকভাবে বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন পালসার একটি বড় চমক হতে পারে বলে মনে করছেন অনেকে।
রাজীব বলেন, ভারতে ১২৫ থকে ২০০ সিসির বাইকের মধ্যে যেগুলোর এক্স-শোরুম দাম ৮০ হাজার রুপি থেকে ১.৭ লাখ রুপি, সেগুলোর দাম সাম্প্রতি বেড়েছে। এখানেই আমাদের বিশেষ মনোযোগ রয়েছে। আমরা এই সেগমেন্টে দুই নম্বর স্থানে রয়েছি।
কোন কোন দেশে বিক্রি হয় বাজাজ পালসার?
বাইকপ্রেমীদের প্রিয় পালসার শুধু ভারত নয়, বাংলাদেশ, নেপাল, কলোম্বিয়া, আর্জেন্টিনা, পেরু, মেক্সিকো, তুর্কি, ইজিপ্ট এবং গুয়াতেমালার মতো দেশগুলোতেও ব্যাপক পরিমাণে জনপ্রিয়। এই সিরিজের অধীনে ১২৫ সিসি থেকে ২৫০ সিসি ইঞ্জিনের একাধিক মোটরসাইকেল বিক্রি করে সংস্থাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।