বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান এসার সম্প্রতি ইলেকট্রিক মোবিলিটি স্পেসে পদার্পণ করেছে। জনপ্রিয় ল্যাপটপ নির্মাতা ভারতে তাদের প্রথম ই-স্কুটার অর্থাত্ Acer Muvi 125 মডেলটি লঞ্চ করেছে। এই স্কুটারের পাশাপাশি আর একটি ই-বাইকের ঘোষণাও করেছে সংস্থাটি, যার নাম ইবিল।
নতুন বছরের প্রথম কোয়ার্টার থেকেই স্কুটারটি বিশ্বের বিভিন্ন জায়গায় লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে।
দুবাইয়ের একটি ইভেন্ট থেকে এই ই-বাইকের ঘোষণা করা হয়। Acer ebii ই-বাইকটির সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল এটি আপনার ফোন, ল্যাপটপ-সহ অন্যান্য গ্যাজেটও চার্জ করতে পারে। রয়েছে রিমুভেবল ব্যাটারি।
Ebii ইলেকট্রিক স্কুটারটি সবদিক থেকেই অনন্য। ইউজারদের সাহায্য করার জন্য স্কুটারটিতে AI প্রযুক্তি দেওয়া হয়েছে। আপনার যাতায়াতের রুট আরও সহজতর করতে Google Maps গাইড করতে পারবে।
রাস্তার কথা মাথায় রেখে কাস্টম রাইডিং মোড এবং বিশেষ করে অ্যাসিস্টিভ প্যাডেলিংয়ের পরামর্শও দেবে এই ই-বাইক। আরও পার্সোনালাইজড রাইডিং অভিজ্ঞতা দিতে ব্যবহারকারীর রাইডিং স্টাইলও অ্যাডাপ্ট করতে পারে ই-বাইকটি।
ইউরোপের বাজারে এই Acer ebii ই-বাইকের দাম 3999 ইউরো। ইলেকট্রিক বাইকটিতে রয়েছে এয়ার ফোম বেসড টায়ার, যা এটিকে কখনও ফ্ল্যাট হতে দেবে না।
রয়েছে ব্লুটুথ লক ও আনলক ফাংশনালিটিও। চালক যখন বাইকের কাছে আসবেন, তখন স্বয়ংক্রিয় ভাবেই আনলক হয়ে যাবে এটি। পাওয়ারের জন্য স্কুটারটিতে রয়েছে 250W হাব মোটর। সর্বাধিক 25 KM/hr স্পিড দিতে পারে স্কুটারটি। রেঞ্জও নেহাত কম নয়। একবার চার্জ দিলে এই স্কুটার 110 Km রেঞ্জ দিতে পারে।
ebii ইলেকট্রিক বাইকে রিমুভেবল 460W লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। স্কুটারটি চার্জ করা খুবই সহজ। রিমুভেবল ব্যাটারি থাকার ফলে ইউনিটটিকে আপনি যে কোনও জায়গায় চার্জে বসাতে পারবেন। সেই ব্যাটারিই আপনি আবার পাওয়ার ব্যাঙ্ক, ফোন চার্জ, এমনকি ল্যাপটপ পর্যন্ত চার্জ করতে পারবেন।
তার থেকেও বড় কথা হল, এই বাইক 120 কিলোর ওজন নিতে সক্ষম। আর স্কুটারের ব্যাটারি মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ ভাবে চার্জ হতে পারে।
নড়াইলে পাকুড়িয়া গ্রামের ধানখেত থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার
Acer ebii ইলেকট্রিক বাইকে রয়েছে একাধিক স্মার্ট সেন্সর, যা কাছাকাছি ভেহিকলগুলিকে ডিটেক্ট করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।