জুমবাংলা ডেস্ক : বাজারে আলুর দাম কমছেই না, বরং ক্রমশ বাড়ছে। রাজধানীর খুচরা বাজারে পুরনো আলুর কেজি ৭০ থেকে ৮০ টাকা, আর নতুন আলুর কেজি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
আবার, একই বাজারে একেকজন বিক্রেতা একেক দামে আলু বিক্রি করছেন। পুরনো আলু কেউ ৭০ টাকায়, কেউ ৮০ টাকায় বিক্রি করছেন। নতুন আলুর দাম ১০০ থেকে ১২০ টাকার মধ্যে ওঠানামা করছে।
দাম এতটা বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতারা বিপাকে পড়েছেন। বিশেষজ্ঞদের মতে, সরবরাহ সংকট ও মজুদদারদের কারসাজিই এই অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রধান কারণ।
অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, আলুর দাম বাড়লে এর প্রভাব অন্যান্য নিত্যপণ্যের ওপরও পড়বে। ভোক্তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, নইলে সংকট আরও বাড়তে পারে।
রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলেন, “আলু একেক জন একেক দামে বিক্রি করার পিছনে কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হলো আলু কোন অঞ্চলের, তার ওপর নির্ভর করে দাম কত।”
তারা আরও বলেন, “যেমন বগুড়া এলাকা থেকে আসা আলুর দাম এখন সবচেয়ে বেশি। আবার মুন্সিগঞ্জ, কুমিল্লা, নরসিংদী, সাভার, মানিকগঞ্জ এলাকার আলুর দাম কিছুটা কম। কুষ্টিয়া, যশোর, মেহেরপুর-চুয়াডাঙ্গা থেকে আসা আলুর দামেও পার্থক্য রয়েছে। কারণ হচ্ছে, বগুড়ার আলুর মান সবচেয়ে ভালো এবং গাড়িভাড়াও বেশি পড়ে।”
তারা বলেন, “ঢাকার একেক পাইকারি বাজারেও আলু একেক দামে বিক্রি হয়। আমরা যারা খুচরা ব্যবসায়ী, তারা যে বাজার থেকে যে দামে কিনে আনি, লাভ রেখে সে রকম দামে বিক্রি করছি।”
তবে নতুন উৎপাদিত আলু বাজারে এলেও দাম না কমায় অসন্তোষ প্রকাশ করেছেন ভোক্তারা। তারা আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষপ দাবি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।