ফেব্রুয়ারি মাসের শুরুতেই আমাজন ইন্ডিয়াতে Honor X9c ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছিল। কয়েক দিনের মধ্যেই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু এবার 5 মাস পরে Honor X9C ফোনটি বাজারে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনের বড় 6,600mAh ব্যাটারি এবং শক্তিশালী 108MP সহ Honor X9c ফোনের ডিটেইলস সম্পর্কে।
Honor X9c এর দাম
ভারতের বাজারে Honor X9c ফোনটি 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশন 21,999 টাকা দামে লঞ্চ করা। 12 জুলাই থেকে Titanium Black এবং Jade Cyan কালার অপশনে ফোনটি সেল করা হবে। শুরুর সেল হিসাবে ফোনটিতে 2 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটি মাত্র 1,099 টাকায় 1 বছরের extended warranty পাওয়া যাবে।
Honor X9c এর ডিজাইন
Honor X9c ফোনটি Titanium ডিজাইন দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে আল্ট্রা-বাউন্স অ্যান্টি-ড্রপ টেকনোলোজি 2.0 ব্যাবহার করা হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী ফোনটি 2 মিটার উঁচু থেকে পড়লেও সুরক্ষিত থাকবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে ব্যাক প্যানেলে স্ক্রাচের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য steel wool friction ফিচার দেওয়া হয়েছে।
এই ফোনটিতে IP65M রেটিং দেওয়া হয়েছে, এর মধ্যে “M” অক্ষরটির অর্থ হল ফোনের 360° ওয়াটার প্রোটেকশন। অর্থাৎ যেকোনো দিক দিয়েই জল আসুক না কেন ফোনের ভিতরে ধুঁকতে পারবে না।
কোম্পানির বক্তব্য অনুযায়ী Honor X9c ফোনটি -30° সেলসিয়াল ঠাণ্ডা এবং 55° সেলসিয়াল তাপমাত্রা সহ্য করতে সক্ষম। জানিয়ে রাখি ফোনটির থিকনেস মাত্র 7.98mm এবং ওজন 189 গ্রাম।
Honor X9c এর স্পেসিফিকেশন
-6.78” Curved OLED Display
-Qualcomm Snapdragon 6 Gen 1
-8GB RAM + 256GB Storage
-108MP Back Camera
-16MP Front Camera
-6,600mAh Battery
-66W SuperCharge
ডিসপ্লে
Honor X9c ফোনটিতে 2700 x 1224 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। ওএলইডি প্যানেল দিয়ে তৈরি কার্ভ স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট এবং 3840হার্টস PWM ডিমিং সহ 4000নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
পারফরমেন্স
Honor X9c ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং MagicOS 8.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 1.8গীগাহার্টস থেকে 2.2গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno A710 জিপিইউ সাপোর্ট করে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Honor X9c ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.75 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 108 মেগাপিক্সেল প্রাইমারি OIS + EIS সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
Honor X9c ফোনটিতে শক্তিশালী 6,600এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সিলিকন কার্বন ব্যাটারি একবার ফুল চার্জ করলে 25.8 ঘন্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 66 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Honor X9c এর ফিচার
-Honor X9c ফোনটিতে 300% ভলিউম বুস্ট স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে।
-ফোনটিতে NFC এবং OTG ফিচার দেওয়া হয়েছে।
-কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 5, Bluetooth 5.1 এর মতো ফিচার যোগ করা হয়েছে।
-ফোনটিতে চোখের সুরক্ষার জন্য Dynamic Dimming ডিসপ্লে রয়েছে।
-এই ফোনটিতে AI Super Power-saving মোড রয়েছে, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।