বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেক ব্র্যান্ড তাদের POVA সিরিজের POVA 6 Pro এবং POVA 6 Neo 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। এবার কোম্পানি এই সিরিজের অধীনে আরও একটি নতুন Tecno POVA 6 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজ সম্পর্কে কোনো ধরনের অফিসিয়াল তথ্য জানানো হয়নি, তবে একটি নতুন লিকের মাধ্যমে Tecno POVA 6 5G স্মার্টফোনের ফটো এবং ফিচার ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
টিপস্টার পারাস গুগ্লানি Tecno Pova 6 5G ফোনের তথ্য শেয়ার করেছে। লিক হওয়া ইমেজের মাধ্যমে আপকামিং ফোনটি টেকনো Spark 20 Pro ফোনের মতো দেখাচ্ছে। এই ফোনের ব্যাক প্যানেলে চারকোণা বড় ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে তিনটি লেন্স এবং একটি ফ্ল্যাশ রয়েছে।
এই ফোনের ডানদিকের ফ্রেমে ভলিউম আফ/ডাউন বাটন ও এর ঠিক নীচের দিকে ইম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। ফোনের ফ্রেমের অর্ধেক অংশে এই তিনটি বাটন রয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে ডায়নেমিক আইল্যান্ড ফিচারযুক্ত পাঞ্চ-হোল স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনের টপ ফ্রেমে স্পিকার, নীচের ফ্রেমে ইউএসবি পোর্ট এবং বাঁদিকের ফ্রেমে সিম স্লট যোগ করা হয়েছে।
টিপস্টারের পক্ষ থেকে শেয়ার করা তথ্য অনুযায়ী আপকামিং Tecno Pova 6 5G ফোনটিতে 108MP Camera দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 3x অপ্টিক্যাল জুম থাকতে পারে। অন্যদিকে লিকের মাধ্যমে এই ফোনে 120Hz রিফ্রেশ রেট আউটপুট সহ পাঞ্চ-হোল স্ক্রিন থাকবে বলে জানা গেছে। এই ফোনে 6.5 ইঞ্চির বড় ডিসপ্লে যোগ করা হতে পারে।
Tecno Pova 6 5G ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। এটি ফোনের টপ ভেরিয়েন্ট হতে পারে এবং ভ্যানিলা মডেল 128GB স্টোরেজ সহ বাজারে পেশ করা হতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য টেকনো ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
Tecno Pova 6 Pro এর দাম এবং স্পেসিফিকেশনদাম: Tecno Pova 6 Pro 5G ফোনটি ভারতে 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 19,999 টাকা এবং টপ মডেলটি 12GB RAM + 256GB স্টোরেজ সহ 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই মডেল দুটি কম দামে সেল করা হচ্ছে।
ডিসপ্লে: এই ফোনে 6.78 ইঞ্চির ফুলএইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনের বেজল মাত্র 1.3 মিমি চওড়া।
প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এবং 2.4গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 প্রসেসর যোগ করা হয়েছে। অন্যদিকে ফোনে 12GB Extended RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 3x অপটিক্যাল জুম এবং 10x ডিজিটাল জুম সাপোর্টেড 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2MP ডেপ্থ সেন্সর এবং AI লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট এবং 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।