বর্তমানে স্মার্টফোন জগতে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্যামসাং গ্যালাক্সি সিরিজ। বিশ্ব বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজ সবচেয়ে জনপ্রিয়। এবার এই সিরিজের একসঙ্গে তিনটি স্মার্টফোন বাজারে আনলো স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি এ০৭, স্যামসাং গ্যালাক্সি এফ০৭ এবং স্যামসাং গ্যালাক্সি এ০৭ ৪জি।
এই তিন ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনে অনেক মিল রয়েছে। তবে ফারাক রয়েছে রং এবং দামে। স্যামসাং গ্যালাক্সির এই ফোনগুলোতে ৯০হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির এলসিডি রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন রয়েছে। হ্যান্ডসেটগুলোর পরিমাপ ১৬৭.৪ x ৭৭.৪ x ৭.৬ মিমি এবং ওজন ১৮৪ গ্রাম।
ফোনগুলোতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট। ৪জিবি র্যাম এবং ৬৪জিবি অনবোর্ড স্টোরেজ সহ এসেছে ফোনগুলো। হ্যান্ডসেটগুলো একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২টিবি পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণ সমর্থন করে।
অপটিক্সের জন্য, স্যামসাং গ্যালাক্সি এ০৭, স্যামসাং গ্যালাক্সি এফ০৭ এবং স্যামসাং গ্যালাক্সি এ০৭ ৪জি-তে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে, যার মধ্যে রয়েছে এফ১/৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং এফ/২.৪ ডেপথ সেন্সর সহ ২ মেগাপিক্সেল। সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
সংযোগের বিকল্পগুলোর মধ্যে রয়েছে ৪জি এলটিই, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ৫, ওয়াই-ফাই ডাইরেক্ট, জিপিএস, একটি ৩.৫এমএম হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনগুলোতে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ২৫ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থন রয়েছে। ধুলা এবং পানি প্রতিরোধী IP54-রেটেড প্রাপ্ত ফোনগুলো।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এ০৭ ৪জি ফোনের দাম ৮৯৯৯ টাকা। কালো, সবুজ ও হাল্কা বেগুনি রঙে এই ফোন লঞ্চ হয়েছে। অনলাইনে কেনা যাবে স্যামসাং অনলাইন স্টোর থেকে।
স্যামসাং গ্যালাক্সি এফ০৭ ৪জি ফোনের দাম ৭ হাজার ৬৯৯ রুপি। শুধু সবুজ রঙে এই ফোন লঞ্চ হয়েছে। অনলাইনে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম০৭ ৪জি ফোনের দাম ৬ হাজার ৯৯৯ রুপি। কালো রঙে এই ফোন লঞ্চ হয়েছে। এটি অ্যামাজন এক্সক্লুসিভ হ্যান্ডসেট। অর্থাৎ ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে এই ফোন।
সূত্র: গ্যাজেট ৩৬০
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।