লাইফস্টাইল ডেস্ক : আবহাওয়ার পরিবর্তন, দূষণ, ধুলো ও রোদের কারণে পুরুষ-মহিলা নির্বিশেষে অধিকাংশই সাম্প্রতিক সময়ে চুলের ছোট বড় সমস্যায় জর্জরিত। কেউ চুল পড়ার নিয়ে ভুক্তভোগী তো অনেকেরই আবার রুক্ষ চুলের সমস্যা। তাই তো চুলের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
চুলের যত্ন নিতে আপনি বাজারচলতি যে কোনও দামি প্রোডাক্ট ব্যবহার করতেই পারেন। তবে সেগুলিতে হরেক রকমের রাসায়নিকের সন্ধান মেলে। তাই আপনি যদি চুলের যত্নে কোনও রাসায়নিকই ব্যবহার করতে না চান, তাহলে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপাদানের উপর। আর সেই তালিকায় একেবারে প্রথম দিকেই রয়েছে জবা ফুল।
চুলের হাল ফেরাতে জবা ফুল যে বিশেষ ভূমিকা পালন করে, তা কারও অজানা নয়। তাই এই প্রবন্ধে জবার এক বিশেষ হেয়ার প্যাকের সন্ধান দেওয়া হল, যা আপনার চুলের হাল ফেরাবে কয়েক সপ্তাহে।
জবা ফুল চুলের জন্যে খুবই উপকারী। কারণ এই ফুলে মজুত রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বি। তাছাড়া এতে সন্ধান মেলে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামেরও, যা স্ক্যাল্পের সুস্বাস্থ্য ধরে রাখতে সিদ্ধহস্ত।
মিলেছে বৈজ্ঞানিক প্রমাণও
জার্নাল অব এথনোফার্মাকোলজির একটি গবেষণায় এমন উল্লেখ পাওয়া গিয়েছে যে, জবা ফুলের গুণে টাকের সমস্যার সমাধান মেলে। কারণ এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড। আর এই উপাদানটিই কেরাটিন উৎপাদনে সাহায্য করে। পাশাপাশি চুলের বৃদ্ধিতেও কার্যকরী ভূমিকা পালন করে।
অন্যদিকে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণা পত্র অনুযায়ী, জবায় উপস্থিত ভিটামিন সি স্ক্যাল্পের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে। যে কারণে চুলের বৃদ্ধি হয় দেখার মতো।
জবা ফুল ও পাতায় অ্যান্টিঅক্সিড্যান্টের সন্ধান মেলে, যা আপনার স্ক্যাল্পের ভিতরে জমে থাকা টক্সিন বের করে দেবে। এদিকে ফ্রি ব়্যাডিকালসের বিরুদ্ধেও লড়াই চালাবে আর রুখে দেবে অক্সিডেটিভ স্ট্রেস। ফলে অকালপক্কতা হানা দেওয়ার সুযোগই পাবে না। সেই সঙ্গে চুল পড়াও কমবে। এদিকে চুলের শাইন হবে দেখার মতো।
সন্ধান রইল বিশেষ হেয়ার প্যাকের
জবার এই হেয়ার প্যাক বানাতে আপনার প্রয়োজন পড়বে-
১) জবা ফুল
২) জবা পাতা
৩) টক দই
বানানোর পদ্ধতি শিখে নিন
বানানোর পদ্ধতি শিখে নিন
একটি পাত্রে ২-৩ টি লাল জবা এবং এক মুঠো জবা পাতা নিন। সেগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। অন্যদিকে একটি পাত্রে ৩ চামচ টকদই নিয়ে ফেটিয়ে নিন। এরপর গ্রাইন্ডারে জবা ফুল, পাতা এবং টকদই মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে ফেলুন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার হেয়ার প্যাক।
ব্যবহারও বেশ সহজ
প্রথমে চুলে জল স্প্রে করে নিন। তারপরে চুল কয়েক ভাগে ভাগ করে নিয়ে এক একটি ভাগে এই হেয়ার প্যাক ধীরে ধীরে লাগিয়ে নিন। আপনার চুলের গোড়াতেও লাগাতে হবে। এমনকী স্ক্যাল্পে লাগাতেও ভুলবেন না। এরপর ৬০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।
চুলের হাল ফেরাতে সপ্তাহে মাত্র ১ দিন এই হেয়ার মাস্ক ব্যবহার করুন, তাতেই উপকার পাবেন হাতেনাতে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, এটি কোনও ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয় আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।