বালিকা বধূর আনন্দী’র চমক দেখে মুগ্ধ ভক্তরা

বালিকা বধূর আনন্দী

বিনোদন ডেস্ক : ভারতীয় দর্শকদের মধ্যে সিনেমা দেখার পাশাপাশি সিরিয়াল দেখার ট্রেন্ড বেশ ভালই রয়েছে। তাইতো একাধিক ভাষাতে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রত্যেকের বাড়িতেই টেলিভিশনে চলে কোনো না কোনো ধারাবাহিক।

বালিকা বধূর আনন্দী

বিভিন্ন টিভি চ্যানেলে নানান ধরনের সিরিয়াল চলতে থাকে। সেগুলির মধ্যে কিছু কিছু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বলা যেতে পারে এন্টারটেইনমেন্টের একটি প্রধান দিক হয়ে উঠেছে বিভিন্ন হিন্দি সিরিয়াল। এরমধ্যেই জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল বালিকা বধূ।

বালিকা বধূ সিরিয়ালটি কমবেশি সকলেই দেখেছেন। দর্শকদের মধ্যে এই সিরিয়ালের ক্রেজ অন্য মাত্রায় ছিল। সিরিয়ালটির প্রত্যেকটি চরিত্র যেন দর্শকদের পরিবারের অংশ হয়ে উঠেছিল। বালিকা বধূর আনন্দী চরিত্রটি ছিল ব্যাপক জনপ্রিয়।

এই চরিত্রে অভিনয় করেছিলেন আভিকা গৌর। আলাদাভাবে তাঁর পরিচয় দেওয়ার সত্যি কোনো দরকার পড়ে না। তাঁর অভিনয় ও মিষ্টি রূপ মন কেড়ে নিয়েছিল সকলের। সম্প্রতি সে টিভি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত না থাকলেও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন।

মাঝেমাঝেই আভিকা গৌর সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন ফটোশুটের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। তাঁর জনপ্রিয়তা এতটাই যে তাঁর পোস্ট করা ছবি মুহূর্তের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়। সম্প্রতি আভিকা গৌর ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন।

শাড়ি পরে হট লুকে নতুন সোফিয়া আনসারী, মুহূর্তে তুমুল ভাইরাল

এই ভিডিওতে আভিকাকে বেশ হট লুকে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে এটি তার কোনো একটি ছুটির দিন কাটাচ্ছেন। এ সময় আভিকাকে সমুদ্রতীরে হাঁটতে দেখা যায়। লুকের কথা বললে, আভিকা এই সময়ে ক্রিম ও নীল রঙের পোশাক পরেছেন। তিনি একটি সম্পূর্ণ ব্যাকলেস টপ পরেছেন যা মাত্র একটি সুতো দিয়ে বাঁধা। তাঁর বোল্ড এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।