স্পোর্টস ডেস্ক : এক সময় অনেকটা সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন। কিন্তু গত বছর জায়গা পাননি ৩০ জনের তালিকাতেও। ২০২৩ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আবারও ফিরেছেন লিওনেল মেসি। গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ব্যালন ডি’অর জেতার দৌড়ে এবারও তাই আছেন ভালোভাবে।
এর আগে সাতবার এই ট্রফি ছুয়ে দেখেছেন মেসি। প্রতিবারই তার সঙ্গে দৌড়ে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু ২০ বছর পর ব্যালন ডি’অর জয়ের প্রাথমিক তালিকার ৩০জনেও জায়গা হয়নি তার। মেসির স্বদেশি আরও তিনজন আছেন বর্ষসেরা ফুটবলারের ট্রফিটি জয়ের দৌড়ে।
এবারের ব্যালন ডি অর জয়ের দৌড়ে মেসির মূল প্রতিদ্বন্দ্বীতা হবে আর্লিং হালান্ডের সঙ্গে। ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতা এই ফুটবলারের গত মৌসুম প্রিমিয়ার লিগে ৩৯ ম্যাচ খেলে ৪২ গোল করেন। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও ১১ ম্যাচে ১২ গোল রয়েছে তার।
ব্যালন ডি অর জেতার মনোনয়ন পেয়েছেন যারা-
লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, এমিলিয়ানো মার্তিনেস, কেভিন ডি ব্রুইনা, জস্কো গার্ভাদিওল, আন্দ্রে ওনানা, করিম বেনজেমা, মোহাম্মদ সালাহ, সামাল মুসিয়ালা, বুকায়ো সাকা, বের্নার্দো সিলভা, জুড বেলিংহ্যাম, কুলোমুয়োনি, কাভিসা কাভারতাসখিলা, নিকোলা বারেল্লা, রুবেন দিয়াস, আর্লিং হালান্ড, মার্তিন ওদেগার্দ, ইলকাই গুন্দোয়ান, ইয়াসিন বুনো, ভিনিসিয়ান জুনিয়র, রদ্রি, রবার্ত লেভান্দোভস্কি, আঁতোয়ান গ্রিজম্যান, কিম মিন জে, হ্যারি কেইন, লুকা মদ্রিচ, ভিক্টোর ওসিমেন, কিলিয়ান এমবাপ্পে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।