লাইফস্টাইল ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যা আপনার চোখের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের পরীক্ষা নেবে।
সেই ছবি শেয়ার করে বলা হয়েছে, এ ছবিতে লুকিয়ে রয়েছে একটি বালতি। কিন্তু এখনো কেউ এই ছবির বালতি খুঁজে বের করতে পারেনি। প্রায় সবাই দিয়েছে ভুল উত্তর। এবার আপনার পালা। দেখা যাক আপনার চোখের অবস্থা কতটা ভালো।
খুঁজে বের করতে পারবেন ভাইরাল ছবির সেই বালতি?
সামাজিক যোগাযোগমাধ্যমে অপটিক্যাল ইল্যুশনের বিভিন্ন ধরনের ছবি ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে। সম্প্রতি এমনই একটি ছবি আবারো ভাইরাল হয়েছে। সেটি প্রথম শেয়ার করা হয় holidaygems.co.uk তে। নেটিজেনদের চোখ কপালে উঠেছে এমন একটি ছবি দেখে।
কারণ এ ছবিতে লুকিয়ে রয়েছে একটি বালতি। নীল-সাদা-কালো-লাল-ধূসর রঙের জামা এবং তার মধ্যে রয়েছে একটি বালতি। কিন্তু অনেকেই খুঁজে বের করতে পারেনি সেই বালতি।
আবার অনেকে তা খুঁজে বের করতে পারলেও দিয়েছেন ভুল উত্তর। কিন্তু এখনো সঠিক উত্তর কেউ দিতে পারেননি। আপনি কী পারবেন সঠিক বালতি খুঁজে বের করতে। তাহলে ভালো করে দেখুন সেই ছবি।
ভাইরাল হওয়া সেই ছবিটিকে ভালো করে দেখলে দেখা যাবে একদম ডানদিকে উপরের দিকে রয়েছে সেই বালতি। কিন্তু প্রথমে ভাইরাল সেই ছবি দেখলে কোনোভাবেই চোখে পড়বে না সেই বালতি। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ডানদিকের উপরে রয়েছে সেই বালতি।
আসলে ভাইরাল ছবিতে বিভিন্ন ধরনের রঙের জামা এমনভাবে ব্যবহার করা হয়েছে, যা মানুষের মধ্যে ধাঁধার সৃষ্টি করেছে। বিভিন্ন ধরনের রঙের ছোপ এভাবে দেওয়া হয়েছে সেই ছবিতে, যেন চট করে সেই বালতি নজরে না পড়ে। এ নিয়েই শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।