আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মতো ইসরাইলের ওপরও নিষেধাজ্ঞা আরোপে ইউরোপের দেশগুলোকে আহ্বান জানিয়েছেন স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইওন বেলারা। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্টে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে সাহায্য করতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
গাজায় বোমা হামলা বন্ধে সাহায্য করতে ইউরোপের রাষ্ট্রগুলোকে চারটি ভিন্ন রূপরেখা পরামর্শ দিয়েছেন বেলারা। ভিডিওতে তিনি বলেন, ‘প্রথমে ইসরাইল রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করুন, পুতিনকে যেমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তেমন নিষেধাজ্ঞা কার্যকর করুন, অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করুন আর ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রে যেমনটি করা হয়েছিল তেমনভাবে বেসামরিক জনগণের বিরুদ্ধে বোমা হামলা চালানোর জন্য দায়ী নেতানিয়াহু ও অন্যান্য রাজনৈতিক নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সামনে হাজির করুন।’ তিনি আরও বলেন, ‘আসুন ব্যবস্থা নেওয়া যাক। গণহত্যা বন্ধ করা এখনো সম্ভব।’
ইসরাইল-ফিলিস্তিনের চলমান সংঘাত নিয়ে কড়া মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সংঘাতটিকে কোনো যুদ্ধ নয় বরং এটিকে একটি গণহত্যা বলে অভিহিত করেছেন তিনি। বুধবার ব্রাজিলের সরকারি মালিকানাধীন নিউজ আউটলেট এজেন্সিয়া ব্রাসিলের প্রতিবেদনে তিনি বলেন, ‘ইসরাইল যা করছে তা যুদ্ধ নয় এটি একটি গণহত্যা যা প্রায় ২ হাজার শিশুকে হত্যা করেছে। যাদের এই যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা এই যুদ্ধের শিকার।’ ইসরাইল, ফিলিস্তিন কোনো দেশের নামোল্লেখ না করেই তিনি বলেন, ‘যুদ্ধের ফলাফল নিষ্পাপ শিশুদের মৃত্যু জেনেও একজন মানুষ কীভাবে যুদ্ধে জড়াতে পারে।’
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বরং ‘ফিলিস্তিনি ভূমি ও জনগণকে রক্ষায় একটি দেশপ্রেমী মুক্তি আন্দোলন।’ বুধবার তার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) আইন প্রণেতাদের সঙ্গে কথা বলার সময় হামাসকে ‘মুজাহিদিন’ বলে অভিহিত করেছেন তিনি। আরবি ‘মুজাহিদিন’ শব্দের অর্থ হলো যারা তাদের বিশ্বাসের জন্য লড়াই করছে তাদের জন্য চেম্বারে বজ্র করতালির ধ্বনি।’ এরদোগান বলেন, ‘ইসরাইল শিশুদের হত্যা করছে। আমরা শিশুদের হত্যার অনুমতি দেব না।’ ইসরাইল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ইসরাইলে যাওয়ার একটি প্রকল্প ছিল। কিন্তু তা বাতিল হয়ে গেছে। আমরা যাব না।’ একইদিনে আন্তর্জাতিক অপরাধ আদালতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘আজ ড. রিয়াদ আল মালিকি আইসিসি পরিদর্শন করেছেন। বৈঠক করেছেন আইসিসির প্রেসিডেন্ট, প্রসিকিউটর ও আদালতের রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।