আন্তর্জাতিক ডেস্ক : সরকারি কোটার বাইরে এবার হজ করতে হজযাত্রী পাঠানোর মাধ্যমে মানবপাচার ও জালিয়াতির অভিযোগে ১০ ব্যক্তির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে জর্ডান। একই অভিযোগ আনা হয়েছে কমপক্ষে ২৮ জনের বিরুদ্ধে। পেট্রা নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
এতে বলা হয়, এবার নির্ধারিত কোটার বেশি মানুষকে হজ করতে পাঠানোর ফলে কমপক্ষে ৯৯ জন জর্ডানি হাজী মারা গেছেন।
এ বিষয়ে প্রাথমিক তদন্তের ফল ঘোষণা করেছে পাবলিক প্রসিকিউশন। মঙ্গলবার এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়। তাতে মানবপাচার ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ২৮ জনকে। এতে আরও বলা হয়, ১৯ জনকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। এর মধ্যে আছেন একজন নারীও। এই চক্রটির হাতে যারা ভিকটিম হয়েছেন তাদের শনাক্ত ও মনিটরিং করার জন্য সাইবার অপরাধ বিরোধী একটি ইউনিট গঠনের কথা বলেছে পাবলিক প্রসিকিউশন।
এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেআইনিভাবে হজকে উৎসাহিত করার যেসব ভিডিও আছে, তাও খতিয়ে দেখা হবে। বিশ্বজুড়ে পর্যটন বিষয়ক কোম্পানিগুলো বিদেশি ভিজিটরদেরকে সৌদি আরবে সফরের সুযোগ করে দেয়। তাদেরকে কোনো হজ ভিসা দেয়া হয় না। তবে এসব ব্যক্তিকে হজের দুই মাস আগে মক্কায় অবস্থান করে নিয়ম ভেঙে হজ করতে উৎসাহিত করা হয়। এমন অভিযোগ করেছেন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তালাল বিন আবদুল মোহসেন বিন শালুব। তিনি বলেন, এবার হজে মারা গেছেন মোট ১৩০১ জন হাজী। এর মধ্যে ১০৭৯ জন হাজীর হজ করার কোনো অনুমোদনই ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।