জুমবাংলা ডেস্ক : আউটসোর্সিং ও দৈনিক ভিত্তিতে নির্বাচন কমিশনের কর্মচারীদের কর্মরত অবস্থায় ফেসবুক, ইনস্টাগ্রাম ইউটিউব, টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করাসহ আট দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জানা গেছে, পরিবেশগত, বৈদ্যুতিক, অগ্নি এবং ব্যক্তিগত বা সমষ্টিগত নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব (চলতি দায়িত্ব) ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনে পরিবেশগত, বৈদ্যুতিক, অগ্নি এবং ব্যক্তিগত বা সমষ্টিগত নিরাপত্তার স্বার্থে আউটসোর্সিং ও দৈনিক ভিত্তিতে কর্মরত অবস্থায় কর্মচারীদেরকে নিম্নবর্ণিত বিশেষ নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হলো।
১. আউটসোর্সিং ও দৈনিক ভিত্তিক এর সব কর্মচারীকে ড্রেস, জুতা, পরিচয়পত্র পরিহিত অবস্থায় সকাল ৮টার আগেই অফিসে উপস্থিত হয়ে নিরাপত্তা কর্মকর্তার কক্ষে (১০১) সংরক্ষিত হাজিরা রেজিস্টারে স্বাক্ষর (ডিজিটাল হাজিয়ার সময় উল্লেখ পূর্বক) দিয়ে নিজ দায়িত্ব প্রাপ্ত ফ্লোরের দায়িত্ব সকাল ৯টার আগে সম্পন্ন করা, ফ্লোরের অবস্থান করা এবং অনুমতি ব্যতীত অফিস ত্যাগ না করা।
২. নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত থাকা অবস্থায় স্মার্ট ফোনে সামাজিক যোগমাধ্যমে (Facebook, Instagram, Youtube, Tiktok) ইত্যাদি ব্যবহার না করা।
৩.নির্বাচন কমিশন সচিবালয় ভবনের বিদ্যুৎ, পানি, অপচয় রোধে সবাইকে সচেষ্ট থাকতে হবে। অকারণে লিফট, এসি, লাইট, ফ্যান ইত্যাদি যাতে না চলে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
৪. নির্বাচন কমিশন সচিবালয় ভবনের পরিবেশগত নিরাপত্তার স্বার্থে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সজাগ থেকে পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য কাজ করা। কোথাও কোনোরকম ময়লা দেখা গেলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করা, কোথাও কোনো টিস্যু, কাগজ, চকোলেটের খোসা ইত্যাদি পড়ে থাকতে দেখলে সেটা উঠিয়ে ডাস্টবিনে ফেলতে হবে। ডাস্টবিন ব্যতীত কোথায় ময়লা ফেলে রাখা যাবে না।
৫. নির্বাচন কমিশন সচিবালয় বা ফ্লোরে প্রবেশের সময় জুতা ভালোভাবে পাপুশে মুছে ভবনে বা ফ্লোরে প্রবেশ করতে হবে।
৬. কর্মরত অবস্থায় অফিসের শিষ্টাচার বজায় রেখে চলা, সহকর্মীর সঙ্গ অসৌজন্যমূলক আচরণ, ইয়ার্কি, ফাজলামি, আড্ডা দিয়ে অকারণে সময় নষ্ট না করা। প্রদত্ত ড্রেস, জুতা ও পরিচয়পত্র পরিহিত অবস্থায় থাকা।
৭. অফিসে উপস্থিত হয়ে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী অফিস ত্যাগ বা বাহিরে যাওয়ার প্রয়োজন হলে নিরাপত্তা কর্মকর্তার কক্ষে রক্ষিত অফিস ত্যাগের রেজিস্টারে সময় উল্লেখ করে বাইরে যেতে হবে এবং পরবর্তীতে অফিসে উপস্থিত হয়ে আগমনের সময় ও স্বাক্ষর করবেন।
৮. অফিসারের সামনে পড়লে দাঁড়িয়ে সম্মান জানানো ও বিনয়ী আচরণ করা, সবার সঙ্গে ব্যবহারে বিনয়ী হওয়া ও হাসি মুখে কথা বলা। নিজের খেয়াল খুশি মতো কাজ না করে অফিস কর্তৃক অর্পিত দায়িত্ব সম্পর্কে মনোযোগী হওয়া। চেইন অব কমান্ডের বিষয়ে নিজে শ্রদ্ধাশীল হওয়া ও অপরকে উৎসাহিত করা। নির্বাচন কমিশন সচিবালয়ের লিফট ব্যবহার না করে তিনতলা ওপরে তিনতলা নিচে ওঠানামা করা ক্ষেত্রে সিঁড়ি যথাসম্ভব ব্যবহার করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।