মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার আওতাধীন কলার বাজার থেকে একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল শহরের নতুনবাজারে সুশেন্দ্র দেবের কলার আড়তে এ সাপটি দেখা যায়। এতে দোকানের মালিক, কর্মচারী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপের খবর দ্রুত জানানো হয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। পরে ফাউন্ডেশনের সঞ্জিত দেব ও রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন।
বুধবার (৯ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঞ্জিত দেব।
তিনি বলেন, এটি সবুজ ফণিমনসা সাপ। যা ইংরেজিতে গ্রিন ক্যাট-আইড স্নেক নামে পরিচিত। কলার ছড়ির মাধ্যমে পাহাড়ি এলাকা থেকে এটি আড়তে চলে এসেছে। এর আগেও আমরা কলার ছড়ি থেকে বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করে স্থানীয় বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জের কাছে হস্তান্তর করেছি।
এ দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, গ্রিন ক্যাট-আইড স্নেক স্বল্প বিষধর হলেও খুবই শান্ত স্বভাবের। এরা সহজে কামড়ায় না। এরা নিশাচর ও মাংসাশী। গিরগিটি, গেছো ইঁদুর, ব্যাঙ এবং কখনো কখনো অন্যান্য সাপও এদের খাদ্য তালিকায় থাকে।
রাত ১২ টায় কে কার উপরে চেপে বসে? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস
তিনি আরও বলেন, এরা সাধারণত ১১৫ থেকে ১৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। গায়ের রং গাঢ় সবুজ হলেও বয়সের সঙ্গে রঙে কিছুটা পরিবর্তন আসে। গ্রিন ক্যাট-আইড স্নেক মূলত গাছে বসবাস করে, তবে শিকার ধরতে মাটিতেও নামে। গ্রীষ্মের শুরু ও শীতের শেষে এরা প্রজনন করে। প্রজননের ৪২ থেকে ৫০ দিনের মধ্যে স্ত্রী সাপ ৭ থেকে ১৪টি ডিম পাড়ে এবং ৮৫ থেকে ৯০ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।