জুমবাংলা ডেস্ক : নীলফামারীতে দিন দিন কলা ও সুপারির চাষ জনপ্রিয়তা পাচ্ছে। চাষাবাদ সহজ ও অল্প খরচে অধিক লাভবান হওয়ায় যায়। তাই কলা ও সুপারি চাষে ঝুঁকছেন চাষিরা। অন্যান্য ফসলের থেকে কলা চাষে খরচ খুবই কম ও যে কোনো জমিতে চাষ করা যায় বলে পতিত ও চঞ্চলমতি জমিতে কলা ও সুপারি চাষে কৃষকের আগ্রহ বাড়ছে।
জানা যায়, নীলফামারীতে আত্মীয় ও মেহমানকে সামাজিকতায় পান-সুপারি দেওয়া হয়। তাই নীলফামারীতে এমন কোনো বাড়ি পাওয়া যাবে না, যে বাড়িতে দু-চারটি সুপারি গাছ নেই। এই জেলায় শুধু কল ও সুপারি নয়, তার পাশাপাশি মালটা, বার্তিলেবু, লটকনের চাষ করছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার সুপারি যাচ্ছে গাইবান্ধা, বগুড়া, ঢাকা, কুমিল্লা সহ কয়েকটি বড় শহরে। আকার বড় ও দামে সস্তা। দেশের অন্যান্য অঞ্চলের সুপারির মৌসুমের সঙ্গে মিল নেই, তাই চাহিদা প্রচুর। অন্যান্য ফসলের মতো কলা ও সুপারিকেও অর্থকরী ফসল হিসেবে তালিকাভুক্তির দাবি জানান চাষিরা।
সাধনা সাধু নামের এক চাষি বলেন, আমি ৩ বিঘা জমিতে প্রায় ১২শ কলা গাছ রোপন করে চাষ করেছি। বর্তমানে প্রায় ৮০০ গাছে কলা ধরেছে। বর্তমান বাজারে প্রতি কাদি কলা ৪০০-৬০০ টাকা বিক্রি হচ্ছে। সেচ, সার, কীটনাশকসহ সকল খরচ কম হওয়ায় লাভবান হওয়ার আশা করছি। আগামীতে আরো বেশি জমিতে চাষ করবো।
কলা চাষে সার, সেচ, কীটনাশক ও শ্রমিকের বেশি প্রায়োজন পড়েনা বলে খরচ তেমন হয় না। তাই পতিত জমিতে ও চঞ্চলমতি জমিতে কলা কলা চাষে চাষিদের আগ্রহ বাড়ছে। বুড়িতিস্তা, দেওনাই, চাড়ালকাটা, কুমলাই নদী অববাহিকার বেশ কিছু চরাঞ্চলে এবার কলার চাষ ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর কলার বাম্পার ফলন হয়েছে। চাষিরা যেমন কলা চাষকরে লাভবান হচ্ছেন তেমনি তাদের দেখে অন্য কৃষকরাও কলার চাষের প্রতি উৎসাহিত হচ্ছেন।
কৃষি অধিদপ্তরের মতে, এবছর নীলফামারীর পাঁচ উপজেলায় ৫১২ হেক্টর জমিতে সুপারির চাষ হয়েছে। আর ১৪৯ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। হেক্টর প্রতি ২৭ টন সুপারির ফলন হবে যার বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। আর কলা চাষে প্রায় ১৮ কোটি টাকা।
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, কলা ও সুপারির চাষে তেমন সম্প্রসারণ নেই। তবে এই জেলায় কলা ও সুপারির চাষ ব্যাপক বিস্তার লাভ করছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা বাম্পার ফলন পেয়েছেন। আমরা কৃষকদের সকল প্রকার পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করছি কৃষকরা লাভবান হবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।