ব্যাঙের বি..ষপান, প্রাণ গেল জনপ্রিয় অভিনেত্রীর

Bang

বিনোদন ডেস্ক : মেক্সিকান অভিনেত্রী মার্সেলা আলেকজান্ডার রডরিগেজ দক্ষিণ আমেরিকার বিতর্কিত ‘কম্বো’ আচারে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন। আত্মার শুদ্ধি এবং আধ্যাত্মিক অবকাশের জন্য তিনি এই আচারে যোগ দেন। সেখানে তিনি অ্যামাজনের ব্যাঙের বিষ পান করেন, যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।

Bang

কম্বো আচারের অংশ হিসেবে ব্যাঙের বিষ খাওয়ার পর মার্সেলা ডায়রিয়ায় আক্রান্ত হন এবং শারীরিক অবস্থা দ্রুত অবনতি হয়। প্রথমদিকে, বমি হওয়ার লক্ষণটি ‘নিরাময়’ হিসেবে ধরা হয়, এবং এক আধ্যাত্মিক গুরু, মায়োকোয়ানি, চিকিৎসা সহায়তা গ্রহণে বাধা দেন। তবে, তার অবস্থার গুরুতর অবনতি ঘটলে গুরুর সহায়তা ছাড়াই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়।

কম্বো প্রথাটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার জন্য, আধ্যাত্মিক শুদ্ধিকরণের লক্ষ্যে নানা ধরনের আচারের মাধ্যমে করা হয়, যার মধ্যে ব্যাঙের বিষ পান করা অন্যতম। তবে, এই প্রথমবারের মতো প্রাচীন এই আচারের মারাত্মক পরিণতি দেখা গেল।

কাউকে প্রমিজ করার আগে ৫টি বিষয় মাথায় রাখুন

অভিনেত্রীর অকাল মৃত্যুর পর ডুরাঙ্গো ফিল্ম গিল্ড তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, “মার্সেলা তার সিনেমার প্রতি ভালোবাসা ও নিষ্ঠার মাধ্যমে বহু মানুষের হৃদয়ে এক শূন্যতা রেখে গেছেন।”