জুমবাংলা ডেস্ক : প্রকৃতির অদ্ভুত খেলা মাঝেমধ্যেই অবাক করে সবাইকে। এমনই এক বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, একটি বিশাল আকারের ব্যাঙ জ্যান্ত সাপকে গিলে খাচ্ছে! তবে ঘটনাটি এখানেই শেষ নয়, ব্যাঙের শিকারকে ভাগ বসানোর জন্য হাজির হয় একটি বিড়ালও।
ভাইরাল ভিডিওতে কী দেখা যাচ্ছে?
ভিডিওতে দেখা যায়, একটি আমেরিকান বুল ফ্রগ রাস্তার ওপর চুপচাপ বসে আছে, আর তার মুখের ভেতর থেকে বেরিয়ে আছে একটি সাপের অংশ। সাপটি তখনও জীবিত, কিন্তু ধীরে ধীরে ব্যাঙের মুখের ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থলে এসে হাজির হয় একটি বিড়াল। বিড়ালটি কৌতূহলী হয়ে সাপের মাথার কাছে গিয়ে শুঁকে দেখে এবং খেলাচ্ছলে থাবা মারতে চায়।
কিন্তু বিপদে পড়েও হার মানেনি সাপটি। বিড়ালের থাবা দেখে মুহূর্তেই ফণা তুলে প্রতিরোধ করার চেষ্টা করে। হঠাৎ করে সাপের এমন প্রতিক্রিয়ায় বিড়ালটি ভয় পেয়ে পিছিয়ে যায়। পুরো ঘটনাটি কাছ থেকে দেখে যাচ্ছিল এক ছোট্ট শিশু, যে বিস্ময়ে তাকিয়ে ছিল প্রকৃতির এই বিরল দৃশ্যের দিকে।
নেটিজেনদের প্রতিক্রিয়া
ভিডিওটি ‘ক্রিপি’ নামের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে যায় পোস্টটি। কেউ বলছেন, ‘‘এ যেন প্রকৃতির অবিশ্বাস্য খেলা!’’ আবার কেউ মজার ছলে বলছেন, ‘‘বিড়ালটি কি সাপের ভাগ চাইছিল?’’
A snake fights a cat while being eaten by a massive frog. pic.twitter.com/TDSvhBVYXb
— Creepy (@creepydotorg) October 26, 2024
তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, এবং এটি কোথায় ধারণ করা হয়েছে সেটিও স্পষ্ট নয়। তবুও, এই বিরল দৃশ্য দেখে অনেকেই চমকে গেছেন।
‘জ্বিন তাড়ানোর নামে’ নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, তারপর যা ঘটলো
আপনিও কি এমন অদ্ভুত প্রাণিজগতের দৃশ্য আগে দেখেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।