জুমবাংলা ডেস্ক : সম্প্রতি লেখক ও বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য একটি মন্তব্যে বলেছেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামকরণের ক্ষেত্রে আকিকা হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধিটি দিয়েছিলেন তোফায়েল আহমেদ, তবে উপহাস করে বলেন এর আনুষ্ঠানিক আকিকা অনুষ্ঠিত হয়নি।
তিনি বলেন, “সোহরাওয়ার্দীর বডিগার্ডের নাম মুজিব থেকে বদলে বঙ্গবন্ধু দিয়েছিলেন তোফায়েল আহমেদ। কিন্তু আকিকা হয়নি, তাই আমরা বঙ্গবন্ধু নামটি মানি না। আকিকা দিক, ভালো-মন্দ খাওয়াক, তখন দেখব।”
পিনাকীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বঙ্গবন্ধুর নামকরণ ও ইতিহাস নিয়ে দীর্ঘদিন ধরে গবেষকরা নানা আলোচনা করে আসছেন, তবে আকিকার প্রসঙ্গ আগে কখনো আলোচনায় আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।