মহাকাশ স্টেশনে ভেসে বেড়ালো প্রথম বাংলা বই

মহাকাশ স্টেশনে বাংলা বই

জুমবাংলা ডেস্ক : বাংলা ভাষা বিকাশের ইতিহাস ১৩০০ বছর পুরনো। প্রথমবারের মতো এই ভাষায় লেখা কোনো বই মহাকাশে স্থান পেয়েছে।
মহাকাশ স্টেশনে বাংলা বই
রুশ মহাকাশচারী এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বর্তমান কমান্ডার ওলেগ আর্তেমইয়েভ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাংলাদেশি তরুণ শাহ জালাল জোনাকের লেখা ‘মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ বইটির ভিডিও পাঠিয়েছেন।

শাহ জালাল জোনাক প্রথম বাংলাদেশি যিনি রাশিয়ার বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে রকেট কমপ্লেক্স অ্যান্ড স্পেস সায়েন্স বিষয়ে রাশিয়ান ফেডারেশনের শতভাগ শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করছেন।

জোনাক জানিয়েছেন, প্রায় ১৩০০ বছর ধরে চলতে থাকা আমাদের বাংলা ভাষার কোনো বই এই প্রথম মহাকাশে স্থান করে নেয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আমার লেখা ‘মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ বইটির ভিডিও করে পাঠিয়েছেন রাশিয়ার মহাকাশচারী এবং বর্তমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডার ওলেগ আর্তেমইয়েভ। এই গর্ব শুধু আমার না বা বাংলাদেশের না, এই গর্ব পুরো বাংলা ভাষাভাষীর।

বইটি ২০২২ সালের ১৮ মার্চ রাশিয়ার বাইকানুর কসমোড্রোম থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায়। ২০২০ সালে বইটি তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

অগ্নিকাণ্ডে আহত রোগীদের শতভাগ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী