বিনোদন ডেস্ক : বাংলাদেশি সিনেমা ভারতের কোথায় মুক্তি পাচ্ছে, তা জানানো উচিত বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।
সোমবার (৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন অভিনেতা।
মূলত দেশে হিন্দি সিনেমা আমদানি নিয়ে দীর্ঘদিন ধরে তর্কবিতর্ক চলছে। কেউ কেউ বলছেন, হিন্দি সিনেমা দেশে মুক্তি দিলে এ দেশের সিনেমা ব্যবসা চাঙা হবে। আবার কেউ বলছেন, হিন্দি সিনেমা আমদানি করলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ধস নামবে।
তবে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ডিপজল হিন্দি সিনেমা আমদানির বিষয়ে শুরু থেকেই দ্বিমত পোষণ করে আসছেন। তার যুক্তি, হিন্দি সিনেমা আমদানি ও মুক্তিতে বাঙালি সংস্কৃতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়বে।
এ অভিনেতা হিন্দি সিনেমায় অশালীন দৃশ্যের কথা উল্লেখ করে বলেন, ‘বেশ কিছু দৃশ্য হিন্দি সিনেমায় ব্যবহার করা হয়, যা আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে যায় না।’
ডিপজলের মতে, এ দেশের দর্শক দেশীয় সংস্কৃতির সিনেমাই দেখতে বেশি ভালোবাসে। তিনি বলেন, কিছু দিন আগে দুটি হিন্দি সিনেমা আমদামি হয়েছে, যার একটিও ব্যবসাসফল হয়নি।
ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এ ছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।