বাংলা ছবিতে নতুন রেকর্ড গড়ল দেব ও মিঠুনের প্রজাপতি

মিঠুন

বিনোদন ডেস্ক : বাংলা ছবির নির্মাতাদের বহুদিনের আক্রোশ রয়েছে দর্শক কুলের ওপর। মানুষ নাকি বাংলা ছবি দেখেন না। কিন্তু বাংলার বুকেই হিন্দি, দক্ষিণী ইত্যাদি ভাষার ছবি দেখার লোকের অভাব নেই! নির্মাতারা তাই বেশ কিছু সময় ধরে আর্জি জানাচ্ছিলেন বাংলা ছবির পাশে দাঁড়াতে। বিসমিল্লাহ সহ একাধিক ছবি নাকানি চোবানি খায়।

মিঠুন

এসবের মধ্যে মিঠুন চক্রবর্তী ও দেবের প্রজাপতি ছবিটি কিন্তু বক্স অফিসে দারুণ হিট প্রমাণিত হয়েছে। বক্স অফিসে বাংলা ছবির এমন সাফল্য খুব কম সময়ই দেখা গিয়েছে। একদম প্রথম দিন থেকেই হাউসফুল হয়েছে সিনেমাটি। সারা ভারতে বেশ সাড়া পড়েছে সেটি নিয়ে।

শুটিংয়ের সময় থেকেই চর্চায় ছিল ছবিটি। দীর্ঘদিন পরে মিঠুন বাংলা ছবিতে ফিরছেন বলে কথা। এছাড়াও মিঠুন দেবের প্রথম একসঙ্গে কাজ। সব মিলিয়ে প্রজাপতির জন‍্য অপেক্ষা করে বসেছিলেন দর্শকরা। ছবি মুক্তির পর বাড়াবাড়ি রকমের বিতর্ক মায় রাজনৈতিক বিরোধীতা হলেও দর্শকরা মুখ ফেরাননি।

আর মুক্তির প্রথম দিন, অর্থাৎ ২৩ ডিসেম্বর থেকেই রেকর্ড ব্যবসা করেছে ছবিটি। আজও চুটিয়ে ব্যবসা করছে সিনেমাটি। গত তিন সপ্তাহে দারুণ আয় করেছে ছবিটি। বাংলা সিনেমা নিয়ে এহেন রেজাল্ট বেশ আশাপ্রদ। অজন্তা সিনেমা হলের মালিক বলেন, প্রথম সপ্তাহে ২.১৭ কোটি টাকা তুলেছিল প্রজাপতি। দ্বিতীয় সপ্তাহে সেটা বেড়ে দাঁড়িয়েছিল ২.৮৫ কোটি টাকায়। দু সপ্তাহে মোট আয় ছিল ৫ কোটিরও বেশি।

তৃতীয় সপ্তাহে ব্যবসা কিছুটা কম হয়েছে। মোট ৭.০১ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি। প্রায় ৭.০১ কোটি টাকার ব‍্যবসা করেছে এই ছবি। সাম্প্রতিক কালে কোনো বাংলা ছবিই এই পরিমাণ ব‍্যবসা করেনি। ফলে প্রজাপতি একরকম রেকর্ড গড়েছে বলা যায়।

দামি প্রসাধনী নয়, সামান্থার ভরসা অন্য কিছু!

প্রসঙ্গত, বক্স অফিসের পাশাপাশি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও দারুণ পারফর্ম করেছে প্রজাপতি। বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার জিতে নিয়েছেন দেব এবং মিঠুন। সদ‍্য অনুষ্ঠিত ডব্লিউএফজেএ ২০২৩ অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা পপুলার বিভাগে সম্মানিত হয়েছেন মিঠুন চক্রবর্তী।