জুমবাংলা ডেস্ক : গত ১০ মে, শনিবার, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (USCIS)-এর ২৬৭৫ প্রসপারিটি অ্যাভিনিউ অফিসে নাগরিকত্ব গ্রহণের একটি অনুষ্ঠানে স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিয়েছেন বিভিন্ন দেশের প্রায় ৩০-৩৫ জন নাগরিক।

দেশভেদে নাম ডাকা হলে বাংলাদেশি অংশে দাঁড়ান তিনজন। তাদের মধ্য থেকে একজনকে শনাক্ত করেন প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তিনি দাবি করেন, এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশি নাগরিক হইলেও একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান, সাড়ে হাজার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়।
এ নিয়ে পিনাকী ভট্টাচার্য বলেন, “বাংলাদেশের মিশন সমাপ্ত করে সজীব ওয়াজেদ জয় এখন আমেরিকান সিটিজেন। আমেরিকার সংবিধান রক্ষার শপথ নিয়েছেন তিনি। অথচ যারা দিনরাত আমেরিকার সমালোচনা করেন, তাদেরই একজন এখন সেই দেশের নাগরিকত্ব নিচ্ছেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের মুখে আমেরিকার বিরোধিতা আর বাস্তবে তাদের নেতাদের এই দ্বিচারিতা স্পষ্ট। জয়ই তার প্রকৃষ্ট উদাহরণ।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



